Hoop VideoHoop Viral

Viral: হুবহু যেন মহঃ রফির গলা, অসাধারণ গান গেয়ে চমকে দিলেন ৬০ বছরের বৃদ্ধ

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কত কিছুই না ভাইরাল হয়, আমাদের পশ্চিমবঙ্গের বা ভারতের আনাচে কানাচে কত প্রতিভা লুকিয়ে থাকে, কিন্তু পরিস্থিতির অভাবে সেই সমস্ত প্রতিভাকে কিছুতেই বাইরে বের করা যায় না। তো সম্প্রতি একটি ভিডিও youtube এর মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ষাট বছরের উপরে এক বৃদ্ধ হারমোনিয়াম বাজিয়ে রফির গান গাইছেন বিখ্যাত রফির সেই গানটির ‘চাঁদভিকা চাঁদ হো’। শুধু তিনি নয়, তার পাশে হয়তো তার স্ত্রী বসিয়ে একটি বাজনা বাজাচ্ছেন শুধুমাত্র হারমোনিয়াম আর ওই বাজনাকে যেন ছাপিয়ে যাচ্ছে তার অসাধারণ গানের গলা।

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ভাবেই প্রতিভা ছড়িয়ে পড়ে চারিদিকে, তার অসাধারণ গলা শুনে নেটিজেনরা যথেষ্ট প্রশংসা করেছেন। ভিডিওটি বহু বছর আগেকার কিন্তু এখনো ভিডিওটি মানুষের মনের মধ্যে থেকে গেছে বয়স্ক ভদ্রলোক, তার বয়স্ক আর স্ত্রীকে নিয়ে দিব্যি তাদের অসাধারণ সংগীত পরিবেশন করছেন। তাদেরই অসাধারণ সংগীত পরিবেশনা পৌছে গেছে দেশ-বিদেশের সীমাভেদ করে বিভিন্ন দিকে। তাইতো এত মানুষ এই মানুষগুলোকে দেখে ভালোবাসা দিয়েছেন এবং লক্ষ লক্ষ ভিউজ হয়েছে।

মুকেশ, রফি, লতা, আশা এই অসাধারণ সংগীত শিল্পীদের গান নতুন করে গাওয়া বা হুবহু এদের কন্ঠস্বরের মতন গাওয়া সত্যি মুখের কথা না, কিন্তু এই ভদ্রলোক এত সুন্দর গান পরিবেশন করেছেন, যে দূর থেকে শুনলে আপনি বুঝতেই পারবেন না যে, রেকর্ড বাজছে না সত্যিই কেউ গান গাইছে। শুনে নিন অসাধারণ গান-

whatsapp logo

Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক