whatsapp channel

Viral: প্রকাশ্য রাস্তায় হিন্দি গানে অসাধারণ নাচ দুই বৃদ্ধা ঠাকুমার, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

সম্প্রতি ঝড়ের গতিতে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ৬০ বছরের উপরে বয়স এমন দুই বৃদ্ধা মহিলা রাস্তার ধারে আশা ভোঁসলের গানের সঙ্গে দিব্বি নাচ্ছেন, শাড়ি পড়ে তাদের এই…

Shreya Chatterjee

Shreya Chatterjee

Advertisements
Advertisements

সম্প্রতি ঝড়ের গতিতে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে ৬০ বছরের উপরে বয়স এমন দুই বৃদ্ধা মহিলা রাস্তার ধারে আশা ভোঁসলের গানের সঙ্গে দিব্বি নাচ্ছেন, শাড়ি পড়ে তাদের এই নাচ ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি, অসাধারণ এই নাচ দেখে প্রত্যেকে নানান রকম কমেন্ট বক্সে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। বয়সের বয়স্ক মহিলারা হয়তো অনেকের বাড়িতেই শুয়ে থাকেন, কিন্তু এমন অসাধারণ নাচে যে মহিলা তার নাচতো সোশ্যাল মিডিয়ার ভাইরাল হবে, এমন তো স্বাভাবিক।

Advertisements

রাস্তাঘাটে যাওয়ার সময় কত কিছুই না চোখে পড়ে, কিন্তু হাতে যদি এমন একটা মুঠোফোন থাকে, তাহলে তা ভিডিও করে সোশ্যাল মিডিয়া দিয়ে দেওয়া কিন্তু এখন কোন ব্যাপারই নয়, তাই তো এই দুজনের এত সুন্দর নাচ সকলের কাছে পৌঁছে গেছে ঝড়ের গতিতে। যদি রাস্তায় বেরোনোর পর এমন কিছু সুন্দর মুহূর্ত দেখেন, তাহলে আপনিও কিন্তু ভিডিও করতে ভুলবেন না। ভিডিও করে শুধু নিজে দেখা নয়, সকলে যাতে দেখতে পায়, এমন ব্যবস্থাও করে দেবেন।

Advertisements

তার জন্য তো রয়েছে সোশ্যাল মিডিয়ার নানা প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউবে মাধ্যমে এই ভিডিওগুলো সহজেই পৌঁছে যায় মানুষের কাছে। তাদের নাচ দেখেই মনে হচ্ছে, তারা নেচে বেশ আনন্দ পেয়েছেন, রোজকারের একঘেয়ে জীবন থেকে যদি একটুখানি সময় বাঁচিয়ে তারা একটু আনন্দে মেতে থাকে, তাহলে ক্ষতি কি? এদের দুজনকে দেখেই মনে হচ্ছে, এরা খুব নিম্নবিত্ত পরিবারের থাকে সারাদিন হয়তো খাটাখাটনি করে কিন্তু রাস্তায় আশা ভোঁসলের ‘মনিকা ও মাই ডার্লিং’ গানটা শুনে আর কিছুতেই নিজেদেরকে ধরে রাখতে পারেনি। আপনিও আর দেরি করবেন না চটপট দেখে ফেলুন অসাধারণ ভিডিও –

Advertisements

Advertisements
whatsapp logo
Advertisements
Shreya Chatterjee
Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক