whatsapp channel

Viral: ১০৫ বছরের বাবার জন্মদিনে সারপ্রাইজ দিলেন ৭৫ বছরের ছেলে, ঝড়ের গতিতে ভাইরাল ভিডিও

সন্তান বড় হওয়ার সাথে সাথে মা-বাবার অবলম্বন হয়ে ওঠে। সন্তানকে উপযুক্ত করে মানুষ করতে পারলে তারাই তো একসময় মা-বাবার সঙ্গী, সাথী সব কিছু। পিতা, পুত্রের এক অসাধারণ সম্পর্ক প্রকাশ পেয়েছে…

Shreya Chatterjee

Shreya Chatterjee

সন্তান বড় হওয়ার সাথে সাথে মা-বাবার অবলম্বন হয়ে ওঠে। সন্তানকে উপযুক্ত করে মানুষ করতে পারলে তারাই তো একসময় মা-বাবার সঙ্গী, সাথী সব কিছু। পিতা, পুত্রের এক অসাধারণ সম্পর্ক প্রকাশ পেয়েছে সম্প্রতি সোশ্যাল মিডিয়ার পর্দায়। যেখানে দেখা যাচ্ছে, পিতার প্রতি অগাধ ভালোবাসা প্রকাশ পেয়েছে, পুত্রের তরফ থেকে। তবে এখানে পিতা, পুত্র দুজনেরই বয়স হয়েছে পিতার বয়স ১০৫ বছর পুত্রের বয়স ৭৫ বছর।

ভিডিওটিতে দেখা যাচ্ছে, পিতা শুয়ে আছেন, অসুস্থ অবস্থায়। বাবার ১০৫ বছর বয়সের জন্মদিন পালনের ইচ্ছা হয়েছে পুত্রের। কি ভাবছেন জন্মদিন পালন বা কেক কেটে সেলিব্রেশন কিন্তু এক্ষেত্রে তার থেকেও অনেক সুন্দর একটি মুহূর্ত তৈরি হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, বিছানায় শুয়ে আছেন এবং তার পুত্র ও শিষ দিয়ে গান গাইছেন। ভিডিওটি এত অসাধারণ যে সত্যি চোখ ফেটে জল আসে।

একটু অসুস্থ মানুষটাকে আনন্দ দিতে, মুখে হাসি ফোটানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ৭৫ বছরের বৃদ্ধ পুত্র। যদিও তামিল ভাষা ঠিকঠাক করে বুঝতে পারা যাচ্ছে না, কিন্তু বাবার মুখে তৃপ্তির হাসি দেখে বোঝা যাচ্ছে, তিনি বেজায় মজা পেয়েছেন। ভিডিওটি সোশ্যাল মিডিয়া দেওয়ার সাথে সাথে রীতিমতন ভাইরাল হয়েছে, প্রত্যেকেই এই অসাধারণ ভিডিও দেখে প্রশংসা করেছেন। পিয়া কি সময় সোশ্যাল মিডিয়ার পর্দায় যখন দেখতে পাওয়া যায় যে নানান রকম কারণের সম্পত্তির লোভে পিতা পুত্রের মধ্যে অশান্তি, ঝগড়া, মারামারি ঠিক সেই সময় এই ভিডিওগুলো কিন্তু সত্যিই চোখে জল আনে। আপনিও যদি ভিডিওটি মিস করে থাকেন, তবে একবার চটপট দেখেই ফেলুন-

whatsapp logo
Shreya Chatterjee
Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক