Hoop Life

Fixed Deposit: ফিক্সড ডিপোজিট করলেই পাবেন ৯ % সুদ, জেনে নিন কিভাবে

সম্প্রতি প্রবীন নাগরিকদের জন্য একটি দুর্দান্ত অফার নিয়ে এলো ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাংক। ১৪ ই নভেম্বর থেকেই তারা তাদের নয়া সুদের হার কার্যকর করেছে। ব্যাংকে তরফ থেকে জানানো হয়েছে, ৫০১ দিনের ফিক্সড ডিপোজিট এর ওপরে বছরে ৯% ওপরে সুদ পাবেন। আর যারা খুচরো বিনিয়োগকারী রয়েছেন তারা যদি ফিক্সড ডিপোজিট করেন তাদের জন্য সুদের হার ৮.০৫ %। তাই যারা ফিক্সড ডিপোজিটিভ নিয়োগ করতে চান, তারা কিন্তু এই অসাধারণ সুযোগটি মিস করবেন না।

ফিক্স ডিপোজিটের সুদের হার ও মেয়াদ কেমন তা দেখে নিন –
৭ – ১৪ দিনের সুদের হার ৪.৫০ %
১৫-৪৫ দিনের সুদের হার ৪.৭৫ %
৪৬-৬০ দিনের সুদের হার ৫.২৫ %
৬১-৯০ দিনের সুদের হার ৫.৫০%
৯১-১৮০ দিনের সুদের হার ৫.৭৫ %
১৮১ দিনের সুদের হার ৬.৫০%
১৮২-৩৬৪ দিনের সুদের হার ৬.৭৫ %
৫০১ দিনের সুদের হার ৯ %

জীবনের সুরক্ষার জন্য ফিক্সড ডিপোজিট করা ভীষণ জরুরী। তবে এই সমস্ত কাজ করার আগে অবশ্যই ব্যাংকের কাগজপত্র পড়ে নিয়ে তারপরে নিজের টাকা জমা রাখবেন। আমাদের কর্তব্য আমাদের পেজের মাধ্যমে আপনাদের কাছে সঠিক খবর পৌঁছে দেওয়া। কিন্তু বর্তমানে অনেক সময় অনেক ভুয়া আধিকারিকরা নানান রকম ভাবে ফাঁদ পেতে থাকছেন, তাই নিজের অবশ্যই কষ্টার্জিত অর্থ ফিক্সড ডিপোজিট করার আগে কাগজপত্র দেখে নেবেন।

ডিসক্লেইমার-টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে ফিক্সড ডিপোজিট করার সময় অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।