লাইফবয় সাবান থেকে বানিয়ে ফেললেন রবীন্দ্রনাথের মূর্তি, হাতের কাজ দেখে মুগ্ধ নেটদুনিয়া
মানুষের কত প্রতিভা থাকে তবে এসব সময় সব প্রতিভা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। চারিদিকে এমন কতইনা প্রতিভা দেখা যায় না প্রচারের অভাবে বর্তমানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই ধরনের প্রতিভারা খুব সহজেই সকল মানুষের চোখের সামনে চলে আসে। সম্প্রতি একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে এক যুবক একটি লাল রঙের লাইফ বয় সাবানকে গড়ে তুলেছেন রবীন্দ্রনাথের প্রতিকৃতিতে।
অসাধারণ শৈল্পিকতা না থাকলে বোধ হয় এমন জড় বস্তুর মধ্যে এমন এক প্রাণ প্রতিষ্ঠা করা যায়না। সত্যি কথাই একটি সাবান দিয়ে কিভাবে যে একটি রবীন্দ্রনাথের প্রতিকৃতি তৈরি হলো তার সত্যি না দেখলে বিশ্বাস হয়না। এমন অসাধারণ শৈল্পিক কর্মের জন্য শিল্পীকে কুর্নিশ জানাতে হয়।
বীরভূমের বাসিন্দা চিরঞ্জিত মল নামের এই যুবক তার অসাধারণ শিল্প প্রতিভা নিয়ে সকলের সামনে আবির্ভাব হয়েছেন। চারিদিকে এমন কতই না প্রতিভা দেখতে পাওয়া যায়। বর্তমান প্রজন্মের কাছে এই সোশ্যাল মিডিয়া হল আশীর্বাদ স্বরূপ। এর মাধ্যমে সকলের মনের মধ্যে প্রবেশ করা অনেক সহজ৷ এমন অসাধারণ প্রতিভা দেখে অবাক হয়েছেন নেট নাগরিকরা।