School Vacation: ফের লম্বা ছুটি! ব্যাংক-স্কুল-অফিস সব বন্ধ থাকবে, রইল পূর্ণাঙ্গ তালিকা
স্কুল, কলেজ এবং ব্যাংকে ছুটির ওপরে ছুটি পাবেন সরকারি কর্মচারীরা, জুলাই মাসের অর্ধেক তো প্রায় হয়ে গেল। যারা সরকারি চাকরি করছেন, তাদের হতে চলেছে সোনায় সোহাগা, ১৭ জুলাই একটা ছুটি ছিল সরকারি কর্মচারীদের, তবে আগস্ট মাসে তার সরকারি কর্মচারীদের জন্য অপেক্ষা করছে দারুণ সারপ্রাইজ, একাধিক দিন ছুটি থাকবে রাজ্যের অফিস স্কুল কলেজ এবং আদালতে।
আগস্ট মাসে ব্যাঙ্ক ছুটির তালিকা জেনে নিন –
10 অগস্ট, দ্বিতীয় শনিবার হওয়ায় ছুটি থাকবে(শুধুমাত্র ব্যাঙ্ক)।
11 অগস্ট, রবিবার হওয়ায় ছুটি থাকবে।
15 অগস্ট, বৃহস্পতিবার, স্বাধীনতা দিবসের জন্য ছুটি।
19 অগস্ট, সোমবার, রাখি পূর্ণিমার জন্য ছুটি।
24 অগস্ট, চতুর্থ শনিবার হওয়ায় ছুটি (শুধুমাত্র ব্যাঙ্ক)।
25 অগস্ট, রবিবার হওয়ায় ছুটি থাকবে।
26 অগস্ট, জন্মাষ্টমী তাই ছুটি থাকবে।
টানা বেশ কিছুদিন ছুটির সম্ভাবনা আছে-
বেশ কয়েকটি টানা ছুটির সম্ভাবনা রয়েছে আগস্ট মাসে। 10 আর 11 তারিখের শনি, রবিবারের ছুটি, এরপরেই 16 অগস্ট ও 17 আগস্ট একটু কষ্ট করে কাজ করলেই 18 ও 19 আগস্ট পর ছুটি পাচ্ছেন। তারপর আবার কষ্ট করে চারদিন কাটিয়েই পর পর তিন দিন ছুটি পেয়ে যাবেন। তাহলে আর দেরি না করে চটপট একটা পরিবারকে নিয়ে ছুটির প্ল্যান করে ফেলুন এখন থেকেই।
উল্লেখ্য, আপনাকে মনে রাখতে হবে, বেসরকারি কোম্পানিগুলোর ছুটির কাঠামো অনেক আলাদা। বেশিরভাগ বেসরকারী প্রতিষ্ঠানে সপ্তাহের প্রতি শনি ও রবিবার ছুটির দিন থাকবে, বেশিরভাগ সরকারি কর্মচারীদের জন্য রবিবার নিয়মিত ছুটির দিন থাকে। রবিবার ছাড়াও সকল সরকারি ও বেসরকারি খাতে অন্যান্য দিন কর্মীরা প্রায় প্রতি মাসেই জাতীয় ও সরকারি ছুটি পায়।