Hoop VideoHoop Viral

ধর্মের আড়ালে গোপন শারীরিক সম্পর্ক, সাহসিকতার সীমা অতিক্রম করলো এই ওয়েব সিরিজ

করোনাকালীন সময়ের পর থেকে অনেকাংশে বদলে গেছে বিনোদন জগৎ। হলে গিয়ে সিনেমা দেখার থেকে এখন ঘরের কোণে বিনোদন মশগুল হতে পছন্দ করেন দর্শকরা। তাই বিনোদন জগৎকে মোবাইলের ভেতর বন্দি করতেই উদ্ভাবন হয় ওয়েব সিরিজের। প্রথম বিদেশে এই ওয়েব সিরিজের জনপ্রিয়তা থাকলেও বর্তমানে ভারতেও এই ওয়েব সিরিজের জনপ্রিয়তা ভারতেও তুঙ্গে। নানারকমের কন্টেন্ট হলেও এখন যৌনতায় ভরপুর ওয়েব সিরিজের চাহিদা অনেকটাই বেশি।

বর্তমানে অনেক প্ল্যাটফর্মেই উষ্ণ ও সাহসী দৃশ্যে ভরপুর ওয়েব সিরিজের চাহিদা এখন বেশ ভালো। এককথায় নিষিদ্ধতা নিয়ে মানুষের চাহিদা এখন তুঙ্গে। আর সমস্ত ওটিটি প্লাটফর্মের মধ্যে বেশকিছু এমন প্লাটফর্ম রয়েছে, যেখানে আপনারা বিভিন্ন বোল্ড ওয়েব সিরিজ দেখতে পান। এগুলির মধ্যেই অন্যতম একটি হলো এমএক্স প্লেয়ার। প্রথমে এটি একটি ভিডিও প্লেয়ার হিসেবে জনপ্রিয় হলেও, এখন এটি একটি অন্যতম ওটিটি প্ল্যাটফর্ম হয়ে উঠেছে।

আর বর্তমান সময়ে কমবয়সী দর্শকদের নজর কাড়ছে এমএক্স প্লেয়ার এর ‘আশ্রম’ ওয়েবজিরিজের দ্বিতীয় সিজন। প্রথম সিজনে বাবা নিরালার নানা কার্যকলাপ দেখানো হয়েছে এই সিরিজে। সাহসী দৃশ্যের সঙ্গে সমাজের নানা অন্ধকার দিককে তুলে ধরা হয়েছিল। এই সিরিজের দ্বিতীয় সিজনটিও একইভাবে একই গল্পের উপর নির্মিত। তবে এবারের গল্পের স্রোত একটু অন্যদিকে। প্রথম সিজনে বাবা নিরালার নানা দিককে যেমন দেখানো হয়েছে, তেমনই দ্বিতীয় সিজনে দেখানো হয়েছে তার দ্বারা শোষিত মানুষদের উত্থান। তাই এই সিরিজের দ্বিতীয় সিজনের গল্প অনেকাংশে বেশি গ্রহণযোগ্য হয়েছে দর্শকদের কাছে।

এই সিজনে অভিনয় করেছেন ববি দেওল। বাবা নিরালা চরিত্রে প্রথম সিজনের গাম্ভীর্য যেন এই সিজনেও একইভাবে রয়ে গেছে। এছাড়াও এই সিজনে দেখা গেছে চন্দন রায় স্যন্যাল, অদিতি পোহানকর, দর্শন কুমার, অনুপ্রিয়া গোয়েঙ্কা এবং অভিনেত্রী ত্রিধা চৌধুরীকে। এই সিজনে গল্পের পাশাপাশি নজর কেড়েছে সাহসী সব দৃশ্য।

whatsapp logo

Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা