whatsapp channel

Lifestyle: বাস্তুমতে করুন বাড়ির নকশা, হাতেনাতে পাবেন সুফল

যে আটটি দিক আমাদের চারপাশে রয়েছে, এই আটটি দিক অনুযায়ী যদি বাড়ি বানানো যায়, তাহলে আপনার গৃহে কোনদিন কোন অশুভ শক্তি আসতে পারবে না। Hoophaap এর পক্ষ থেকে কোনরকম কুসংস্কার…

Avatar

HoopHaap Digital Media

Advertisements
Advertisements

যে আটটি দিক আমাদের চারপাশে রয়েছে, এই আটটি দিক অনুযায়ী যদি বাড়ি বানানো যায়, তাহলে আপনার গৃহে কোনদিন কোন অশুভ শক্তি আসতে পারবে না। Hoophaap এর পক্ষ থেকে কোনরকম কুসংস্কার কে প্রশ্রয় দেওয়া হচ্ছে না।

Advertisements

উত্তর দিক – অর্থনৈতিক সমস্যাকে যদি দূর করতে চান, তাহলে উত্তর দিকে আপনি আপনার গৃহের সিন্ধুক অথবা যে আলমারিতে টাকা রাখেন সেই আলমারি রাখবেন, এখানে কখনোই শৌচালয় তৈরি করা যাবে না।

Advertisements

দক্ষিণ দিক – বাড়ির এই দিকটি হলো যমের দিক। এইখানে খাবার টেবিল বা রান্নাঘর করা একেবারেই উচিত না।

Advertisements

পশ্চিম দিক – বাড়ির এই দিকে স্টোর রুম, সিড়ি, জলের ট্যাঙ্ক ইত্যাদি বানাতে পারেন।

Advertisements

পূর্ব দিক – বাস্তু মতে, এই দিকটি আপনার জন্য অত্যন্ত শুভ এইদিকে ঠাকুর ঘর, পড়ার ঘর, কাজের ঘর করতে পারেন তবে কখনোই এই দিকে শোওয়ার ঘর রাখবেন না।

ঈশান দিক – আপনার গৃহে জন্য ঈশান অত্যন্ত ভালো একটি দিক। তবে বাড়ি বানাতে গেলে বাড়ির এই দিকটি সামান্য ফাঁকা রাখতে হবে।

নৈঋত দিক – এইদিক আপনার জীবনে কোন রকম ভাবেই নেগেটিভ শক্তিকে আসতে দেবে না, তবে জলের ট্যাঙ্ক কখনোই এই দিকে করবেন না।

অগ্নি- এই দিক হল অগ্নি দেবতার। অগ্নি দেবতার দিকে কখনো স্নানাগার, শৌচালয় করা উচিত নয়।

বায়ু- এদিকে বাড়ির প্রবেশদ্বার করে সেখানে বৈঠকখানা বা বসার ঘর বানাতে পারেন।

whatsapp logo
Advertisements
Avatar