Lifestyle: বাড়ির ছোট্ট সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তিত! কাজ হবে এই সহজ টোটকায়
সন্তানের পড়াশুনা নিয়ে চিন্তিত? পড়াশোনার উন্নতি হবে সহজেই মেনে চলুন সহজ-সরল এই বাস্তু টোটকা যদি আপনি মানতে পারেন, তাহলে আপনাকে সন্তানের পড়াশোনা নিয়ে কোনোদিন ভাবতে হবে না। সন্তানের ঘরে যদি এই ছবি রাখেন তাহলে আপনার সন্তান পড়াশোনায় একেবারে তুঙ্গে উঠে যাবে। এইটুকু গ্যারান্টি দিয়ে বলা যায়, তবে যারা এইসব বিশ্বাস করেন না, তারা এগুলো করবেন না, কারণ মনেও বিশ্বাস থাকলে এগুলো আপনি কিছুতেই ফলাতে পারবেন না।
বাচ্চার পড়ার ঘরে যদি দেওয়ালে কোন তোতাপাখির ছবি রাখতে পারেন, তাহলে বাস্তু মতে, বাচ্চার পড়াশোনার উন্নতি হবে তবে তোতা পাখির ছবি একটু বড় মাপের আপনাকে রাখতে হবে। পরীক্ষার আগে এমন কয়েকটা দিকে আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনার সন্তানের পরীক্ষা ভালো হতে পারে। অংক পরীক্ষার সময় উত্তর দিকে মুখ করে বসাতে হবে, সন্তানকে কেমিস্ট্রি পরীক্ষার সময় দক্ষিণ-পূর্ব দিকে, পদার্থবিদ্যার পরীক্ষার দিন দক্ষিণ দিকে মুখ করে বসাতে হবে, হিন্দি অথবা সংস্কৃত পরীক্ষার দিন উত্তর-পূর্ব দিকে মুখ করে পড়তে বসতে হবে।
এইভাবে যদি ছোট ছোট ঘরোয়া টোটকা আপনি আপনার নিজের ক্ষেত্রে যদি ব্যবহার করতে পারেন, তাহলে দেখবেন সন্তান পড়াশোনায় অনেক উন্নতি করেছে, তবে জিনের উপরেও অনেকটা নির্ভর করে। পরিবারে যদি পড়াশোনা থাকে, তাহলে বাচ্চার পড়াশোনা এমনি হয়ে যাবে। সেক্ষেত্রে এত কিছু না করলেও চলবে। কিন্তু যদি কোনো কারণে কোনো গন্ডগোল হয়, তাহলে পড়াশোনা করানোর পাশাপাশি এই ছোট ছোট টোটকাগুলি মেনে দেখুন।