Hoop Life

Lifestyle: বাড়ির সদর দরজায় ঝুলিয়ে রাখুন এই জিনিসটি, অর্থনৈতিক সংকট দূর হবে

বাস্তুবিদ্যা নতুন কিছু নয়, অনেক পুরনো দিন থেকেই এ বাস্তু বিদ্যার প্রচলন আছে। ইতিহাস ঘাটলে হরপ্পা সভ্যতার সময় থেকেই এই বাস্তু বিদ্যার উদাহরণ পাওয়া যায়। তাই বাস্তুবিদ্যা কোন কুসংস্কার নয়, এর পিছনে রয়েছে বিজ্ঞান। আপনার বাড়িতে যদি লাল ফিতে বাঁধা একটি কয়েন রাখতে পারেন। বাস্তু বিশেষজ্ঞের মতে, আপনার ঘরে ইতিবাচক শক্তির পরিমাণ অনেকখানি বেড়ে যাবে।

লাল-হলুদ সুতো বাঁধা মুদ্রা আপনার গৃহের জন্য ভীষণ ভালো। বাড়ির মূল দরজার সামনে আমরা অনেক কিছুই রাখি। অনেকেই লেবু, লঙ্কা এছাড়া কেরালাতে চাল কুমড়ো ঝুলিয়ে রাখার প্রচলন আছে। কিন্তু বাস্তু বিদ্যায় বলা হয়েছে, যদি আপনি আপনার ঘরের মূল দরজা লাল-হলুদ ফিতে বাঁধা কয়েন ঝুলিয়ে রাখেন তাহলে আপনার জীবন অন্যরকম ভাবে চলবে।

মূল দরজার ওপরে তিনটি অথবা পাঁচটি মুদ্রা আপনাকে ঝুলিয়ে রাখতে হবে। লাল ফিতে বাঁধা এই মুদ্রাগুলি আপনার ঘরের নেতিবাচক শক্তিকে বাইরে বার করে দেবে। যারা ব্যবসা করছেন তারা শুধু বাড়িতে নয়, অফিসের উত্তর দিকে এমন লাল ফিতে বাঁধা তিনটি মুদ্রা অনায়াসে ঝুলিয়ে রাখতে পারেন, অনেক সময় অর্থনৈতিক সংকটজনিত কারণে আমাদের মধ্যে মানসিক চাপ লক্ষ্য করা যায়। মানসিক চাপ থেকে যদি পেতে চান, তাহলে অবশ্যই দরজার ওপরে এই লাল ফিতে বাঁধা ঝুলিয়ে রাখুন। যাদের রাত্রিবেলা ঘুমোতে অসুবিধা হয়, মানসিক চাপ, টেনশনের কারণে রাতে মাঝে মধ্যেই ঘুম ভেঙে যায়, তারা অবশ্যই আপনার বেডরুমের জানালায় এমন লাল ফিতে বাঁধা তামার মুদ্রা ঝুলিয়ে রাখতে পারেন। Hoophaap এর পাতায় কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া হচ্ছেনা। যা করবেন ভেবে করবেন।

Related Articles