whatsapp channel

ব্রণের কালো দাগ দূর করুন ছয়টি প্রাকৃতিক উপায়ে

আপনি কি ব্রণের সমস্যায় জর্জরিত হয়েছেন? কোন রকমে কমে যাওয়ার পরেও মুখে গালের মধ্যে থাকে কালো দাগ? এই কালো দাগ দূর করার জন্য ব্যবহার করতে পারেন প্রাকৃতিক উপাদান। ব্রণ কেন…

Avatar

HoopHaap Digital Media

আপনি কি ব্রণের সমস্যায় জর্জরিত হয়েছেন? কোন রকমে কমে যাওয়ার পরেও মুখে গালের মধ্যে থাকে কালো দাগ? এই কালো দাগ দূর করার জন্য ব্যবহার করতে পারেন প্রাকৃতিক উপাদান।

ব্রণ কেন হয়-»
ত্বকের মধ্যে থাকা সেবাশিয়াম গ্রন্থি থেকে  সেবাম নামে একটি তরল বেরিয়ে আসে। এই তরল মুখের মধ্যে চকচকে ভাব আসতে সাহায্য করে। কিন্তু বয়সন্ধির সময় কোন কারণে যদি এই গ্রন্থির মুখ বন্ধ হয়ে যায় তাহলে ত্বকের ওপরে ছোট ছোট ব্রণ আকারে এটি জমতে শুরু করে।

ব্রণের কালো দাগ দূর করুন ছয়টি প্রাকৃতিক উপায়ে

ব্রণের সমাধান করুন প্রাকৃতিক উপাদান দিয়ে-»

লেবু-»
লেবু হল অসাধারণ একটি উপাদান। যদি প্রতিদিন সকালবেলা উঠে গরম জলের মধ্যে এক চামচ লেবুর রস দিয়ে খেতে পারেন তাহলে শরীর থেকে সমস্ত টক্সিন বেরিয়ে যায়। এছাড়াও গরম জলের মধ্যে লেবুর রস দিয়ে যদি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এই মিশ্রণটি মুখের মধ্যে লাগাতে পারেন তাহলে মুখ অনেক বেশি পরিষ্কার হয়।

ব্রণের কালো দাগ দূর করুন ছয়টি প্রাকৃতিক উপায়ে

টমেটোর রস -»
ব্রণ থাকাকালীন ত্বকে কখনোই টমেটো ব্যবহার করবেন না, ব্রণও কমে গেলে যাতে কালো দাগ আপনার ত্বকের মধ্যে স্থায়ী না করে সেইজন্য আপনার প্রতিদিনের ফেসপ্যাক এর সঙ্গে টমেটোর রস লাগান।

ব্রণের কালো দাগ দূর করুন ছয়টি প্রাকৃতিক উপায়ে

টক দই -»
মুখের কালো দাগ দূর করার জন্য অসাধারণ একটি প্রাকৃতিক উপাদান হলো টক দই। কালো দাগের উপরে টক দই লাগালে খুব সহজেই কালো দাগ দূর হয়ে যায়।

ব্রণের কালো দাগ দূর করুন ছয়টি প্রাকৃতিক উপায়ে

মধু -»
মধু ত্বকের মধ্যে হওয়া কালো দাগ দূর করতে সাহায্য করে। এছাড়াও মধু ত্বককে অনেক বেশি নরম রাখে।

ব্রণের কালো দাগ দূর করুন ছয়টি প্রাকৃতিক উপায়ে

ভিটামিন ই ক্যাপসুল -»
ভিটামিন ই ক্যাপসুল এমন একটি উপাদান যা কয়েকদিন লাগালে ত্বকের মধ্যে থাকা নানান রকমের কালো দাগ একেবারে দূর হয়ে যায়।

ব্রণের কালো দাগ দূর করুন ছয়টি প্রাকৃতিক উপায়ে

চন্দন গুঁড়ো -»
আপনার প্রতিদিনের ফেসপ্যাকের সঙ্গে সামান্য পরিমাণে চন্দন গুঁড়ো মিশিয়ে যদি প্রতিদিন ব্যবহার করতে পারেন তাহলে ত্বকের মধ্যে হওয়া ব্রণের কালো দাগ সহজে দূর হবে।

ব্রণের কালো দাগ দূর করুন ছয়টি প্রাকৃতিক উপায়ে

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media