একই ফ্রেমে বন্দি রানীমা ও ঝিলিক, পুরনো স্মৃতি শেয়ার করলেন অভিনেতা ভাস্বর
“তোমায় ছাড়া ঘুম আসে না মা” এই ধারাবাহিক আমার আপনার সকলের কথা। মা হারানোর কষ্ট কী তা ঝিলিক সকলকে বুঝিয়েছিল। হ্যাঁ ছোট্ট ঝিলিক তাঁর মায়ের প্রতি ভালোবাসার জন্য বঙ্গবাসীর মনে গেঁথে আছেন। আমি স্টার জলসার মা ধারাবাহিকের কথা বলছি। মায়ের ভালোবাসা পাওয়ার সংগ্রাম ছিল মা সিরিয়ালের মূল উপজীব্য। দীর্ঘ সাত বছর ধরে জনপ্রিয়তার শীর্ষে ছিল এই ধারাবাহিক। অবশেষে ছোট্ট ঝিলিক নিজের মায়ের ভালোবাসা খুঁজে পেয়েছিল। ঝিলিকের ভালো নাম তিথি বসু। কিন্তু তিথি নামে তাঁকে খুব কম জনই চেনে। ঝিলিক হিসেবেই এই মেয়ে সকলের মনে আজ ও বিরজমান।
এই ধারাবাহিকটির জনপ্রিয়তা এখনো আগের মতো রয়েছে। এই ধারাবাহিকের কলাকুশলীরা সহজেই পৌঁছে গিয়েছিল দর্শকের ড্রয়িংরুমে। সাত বছর হয়ে গিয়েছে এই ধারাবাহিক তবে আজ ও এই ধারাবাহিকের ইমোশান একই আছে। দেড় হাজার এপিসোডে এই ধারাবাহিক শেষ হয়ে গিতেছে তবে এই ধারাবাহিকের থিম সিং – ‘তোমায় ছাড়া ঘুম আসে না মা…’ শুনতে ভালোবাসে। এই ধারাবাহিকে ঝিলিকের বাবার চরিত্রে অভিনয় করেছেন ভাস্বর চট্টোপাধ্যায়। ভাস্বর এই ধারাবাহিকে কচি কাঁচাদের সাথে সময় কাটাতেন।
সম্প্রতি ‘মা’ ধারাবাহিকের অভিনেতা ভাস্বর পুরোনো স্মৃতির ভীড়ে নিজেকে হারিয়ে ফেললেন। প্রায় বারো বছর আগের ছবি শেয়ার করলেন অভিনেতা নিজের ফেসবুক পেজে। ছবিটি দেখে মনে হচ্ছে, ‘মা’-এর সেটে মেকআপ রুমের। আর প্রিয় ভাস্বরকে ঘিরে রয়েছে কচিকাঁচার দল, যাঁদের মধ্যে অনেকেই আজ অনেকে বড় হয়ে গিয়ে বাংলা ধারাবাহিকের প্রথম সারির নায়িকা। এই ছবিতে যার উপস্থিতি বেশ নজরকাড়া। দিতিপ্রিয়া যে আজকের করুণাময়ী রাণী রাসমনি ধারাবাহিকের রানিমা। এই ছবিতে দিতিপ্রিয়ার বয়স মাত্র ৭।
অন্যদিকে বাবার কোলে বসে ছবি তুলেছিল ছোট্ট আদুরে ঝিলিক। যে আজকের তিথি বসু। নিজের পড়াশোনা আর মডেলিং এর কাজে আজ সে বেশ ব্যস্ত। সাথে এই কচিকাচাদের সাথে রয়েছে অভিনেত্রী রিতা দত্ত চক্রবর্তী। এই ধারাবাহিকে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছিলেন তিনিও। এই ছবি দেখে অনেকেই নস্টালজিক হয়ে পড়েছে বিশেষ করে ঝিলিক। তিথি লিখেই বসলো, ‘ভাস্করদা চলো না একদিন সবাই মিলে মিট করি?’। আর এই মন্তব্য দেখ এক নেটিজেনের রসিক মন্তব্য, ভাস্বর কিন্তু আপনার দাদা নন, অনস্ক্রিন আপনার বাবার চরিত্রে অভিনয় করেছিলেন।” এছাড়া অনেক নেটনাগরিক মিস করছেন ধারাবাহিক এই নিয়ে কমেন্ট করেছেন। নিমেষে ভাইরাল ‘মা’ ধারাবাহিকের ছোটবেলার সেই মুহূর্ত।