whatsapp channel

শ্যুটিং বন্ধ, লকডাউনে শুয়েও শান্তি নেই, শুনতে হচ্ছে কটূক্তি, মুখ খুললেন সৌরভ

করোনার প্রকোপে বন্ধ সমস্ত স্থান, বিনোদন ক্ষেত্র, স্কুল কলেজ, পরিবহন। চারিদিকে শুরু হয়েছে মৃত্যু মিছিল। মানুষ আশঙ্কায় দিন কাটাচ্ছে। হাসপাতালে বেডের কমতি, অক্সিজেনের হাহাকার, এমনকি ভ্যাকসিনের অভাব প্রতিটা কোণে কোণে।…

Avatar

HoopHaap Digital Media

করোনার প্রকোপে বন্ধ সমস্ত স্থান, বিনোদন ক্ষেত্র, স্কুল কলেজ, পরিবহন। চারিদিকে শুরু হয়েছে মৃত্যু মিছিল। মানুষ আশঙ্কায় দিন কাটাচ্ছে। হাসপাতালে বেডের কমতি, অক্সিজেনের হাহাকার, এমনকি ভ্যাকসিনের অভাব প্রতিটা কোণে কোণে। এমত অবস্থায় চার দেওয়ালে বন্ধ থাকা ছাড়া উপায় নেই।

ঘরে রয়েছেন সমস্ত কলাকুশলীরা। কারণ বন্ধ টলি পাড়া। আপাতত মে মাস পর্যন্ত সমস্ত বেসরকারি, সরকারি, এবং বিনোদন ক্ষেত্র বন্ধ থাকছে। তাই ঘরেই সময় কাটাচ্ছেন অধিকাংশ মানুষ এবং শিল্পীরা। কেউ কেউ সোশ্যাল মিডিয়ায় নাচ গান অ্যাকটিং করে পোস্ট করছে, আবার কেউ কেউ সিনেমা, বই নিয়ে সময় কাটাচ্ছেন।

এমত অবস্থায় অভিনেতা সৌরভ দাস হলেন কটূক্তির শিকার। নিজের বাড়িতে একটু শুয়ে বিশ্রাম নিচ্ছেন। তুলেছেন সেলফি। তাতেও রক্ষে নেই। একজন কমেন্ট বক্সে লিখেই দিলেন,” শুধু ছবি তুলেই হবে। মানুষের জন্য কাজ করুন। এই তো সময় মানুষের পাশে দাঁড়ানোর।” অভিনেতা সৌরভ দাস চুপ থাকেননি। সপাটে উত্তর দিয়েছেন ওই নেট নাগরিককে। সৌরভ বলেন, “জেনেশুনে কথা বলুন। “

শ্যুটিং বন্ধ, লকডাউনে শুয়েও শান্তি নেই, শুনতে হচ্ছে কটূক্তি, মুখ খুললেন সৌরভ

অভিনেতা সৌরভ এমনিতেই বিতর্কের শিকার হন। কিছুদিন আগেও তার বোনের সঙ্গে তাকে জড়িয়ে বিভিন্ন কুৎসিত মন্তব্য করা হয়। তার জবাবও দিয়েছেন অভিনেতা সৌরভ দাস। এই মুহূর্তে দাপিয়ে ওয়েব সিরিজ করছেন সৌরভ। বেড়েছে তার অনুগামীদের সংখ্যা। সম্প্রতি মাতৃদিবসে মায়েদের প্রবৃত্তি নিয়ে কথা বললেন সৌরভ দাস। তিনি জানিয়েছেন পেরিয়ে আসতে পেরেছেন সেই সব অন্ধকার। সৌরভ জানালেন, ‘‘আমার মা, দিদা, বোনের উপর নির্ভরশীল আমরা বাকিরা। আমাদের পরিবারে প্রত্যেক মহিলাই মানসিক ভাবে খুব শক্ত।’’

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media