whatsapp channel

Allu-Salman: আল্লু অর্জুনের ছেড়ে দেওয়া চরিত্রে রাজি হয়েছিলেন ‘ভাইজান’ সলমান খান

সলমান খান (Salman Khan), বলিউডের একচ্ছত্র অধিপতি। অপরদিকে কম যান না দক্ষিণী তারকা আল্লু অর্জুন (Allu Arjun)। চলতি বছরে বক্স অফিসে সলমানের খরা চললেও ‘পুষ্পা’-র দৌলতে আল্লু অর্জুনের সফলতা তুঙ্গে। এই মুহূর্তে বলিউডের বহু তারকা তাঁর সঙ্গে কাজ করতে চাইছেন। কিন্তু একসময় বলিউডের একটি যুগান্তকারী ফিল্মের অফার ছেড়ে দিয়েছিলেন আল্লু অর্জুন। পরবর্তীকালে সেই ফিল্মের দৌলতে বদলে গিয়েছিল সলমানের ভাগ্য।

Avatar

HoopHaap Digital Media

সলমান খান (Salman Khan), বলিউডের একচ্ছত্র অধিপতি। অপরদিকে কম যান না দক্ষিণী তারকা আল্লু অর্জুন (Allu Arjun)। চলতি বছরে বক্স অফিসে সলমানের খরা চললেও ‘পুষ্পা’-র দৌলতে আল্লু অর্জুনের সফলতা তুঙ্গে। এই মুহূর্তে বলিউডের বহু তারকা তাঁর সঙ্গে কাজ করতে চাইছেন। কিন্তু একসময় বলিউডের একটি যুগান্তকারী ফিল্মের অফার ছেড়ে দিয়েছিলেন আল্লু অর্জুন। পরবর্তীকালে সেই ফিল্মের দৌলতে বদলে গিয়েছিল সলমানের ভাগ্য।

ফিল্মের নাম ‘বজরঙ্গী ভাইজান’। 2015 সালে এই ফিল্মের পরিচালক কবীর খান (Kabir Khan) আল্লু অর্জুনের কাছে ‘বজরঙ্গী ভাইজান’-এর চিত্রনাট্য নিয়ে গিয়েছিলেন। বজরঙ্গী ভাইজানের চরিত্রে তিনি চেয়েছিলেন আল্লু অর্জুনকে। কিন্তু ডেট দিতে পারেননি আল্লু অর্জুন। তিনি ব্যস্ত ছিলেন অন্য ফিল্ম নিয়ে। ফলে কবীরের প্রস্তাবে রাজি হননি তিনি। এরপর সলমান এই ফিল্মে অভিনয় করতে রাজি হন। ‘বজরঙ্গী ভাইজান’ ছিল সেই বছরের অন্যতম সফল ফিল্ম। সলমানের অভিনয়কেও এক নতুন আলো দিয়েছিল এই ফিল্ম।

 

View this post on Instagram

 

A post shared by Allu Arjun (@alluarjunonline)

ভারতে হারিয়ে যাওয়া একরত্তি মুন্নিকে তার বাড়ি পাকিস্তানে পৌঁছে দিতে কোনো বিপদকে তোয়াক্কা না করেই বেরিয়ে পড়ে বজরঙ্গী। বলিউডের চেনা ছকের বাইরে তৈরি ‘বজরঙ্গী ভাইজান’ বলেছিল মানবতার কথা, ধর্ম নিরপেক্ষতার কথা, ভালোবাসার কথা।

কিন্তু এরপর সাত বছর কেটে গেলেও আল্লু বলিউডে কাজ করতে পারেননি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন,হিন্দি ফিল্মে অভিনয় তাঁর কেরিয়ারের একটি উল্লেখযোগ্য মোড় হবে। ফলে কাজ করার জন্য সঠিক প্রস্তাব বাছতে চান তিনি। এই কারণে বলিউড থেকে একাধিক বার অফার আসলেও তাঁর যোগ্য অফারের অপেক্ষায় রয়েছেন আল্লু অর্জুন।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media