Lifestyle: অ্যালোভেরার ঔষধি গুণে ত্বক ও চুলে আসবে উজ্জ্বলতা, জানুন ব্যবহারের পদ্ধতি
বাড়িতে যদি অ্যালোভেরা গাছ থাকে, তাহলে অবশ্যই এই অ্যালোভেরা গাছের পাতা থেকে জেল সংগ্রহ করুন। তার জন্য পাতা কেটে কাটা অংশটি জলের মধ্যে অন্তত আধ ঘণ্টা ভিজিয়ে রাখতে হবে। হলুদ বিষাক্ত পদার্থ বেরিয়ে গেলে পাতা থেকে অনায়াসে জেল বেরিয়ে আসবে। এই জেল যদি আপনি ব্যবহার করুন। দেখবেন আপনার ত্বকের জন্য কিছু ব্যবহার করতে হবে না। এই জেল সূর্যের তাপ থেকে আপনার ত্বককে রক্ষা করতে পারে, বা সুযোগটা পেয়ে যেতেন, আপনার শরীরে ট্যান পড়েছে? এটি ট্যান রিমুভ করতে সাহায্য করে, এই সঙ্গে কয়েক চামচ মধু, ভিটামিন ই ক্যাপসুল ভালো করে মিশিয়ে রেখে দিন, দেখবেন আপনার ত্বক সুন্দর হয়ে গেছে।
তবে অ্যালোভেরা শুধু ত্বকের যত্নে অ্যালোভেরা দিয়ে যত্ন করুন চুলের। অ্যালোভেরা জেল এর সঙ্গে খুব ভালো পরিমাণমতো নারকেল তেল ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি চুলের গোড়ায় গোড়ায় ভালো করে লাগিয়ে তারপরে ভালো করে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুদিন নিজে দেখবেন আপনার চুল কত সিল্কি এবং শাইনি হয়ে গেছে, চুলে খুশকির সমস্যা অনেকাংশে দূর হয়ে যাবে এবং সামান্য পরিমাণে পাতিলেবুর রস, ডিম এছাড়া চুলের জন্য যদি মনে করেন কোন প্রোটিন হেয়ার প্যাক বানাবেন তাহলে অবশ্যই দিও দুই টেবিল চামচ কফি পাউডার একসঙ্গে মিশিয়ে অ্যালোভেরা জেল প্রোটিনের সঙ্গে সঙ্গে চুলকে সুন্দর রাখতে সাহায্য করবে।
সতর্কীকরণ- উপরে উল্লেখিত উপাদানে যদি অ্যালার্জি থাকে তবে অবশ্যই ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।