Ambubachi 2024: শুরু হয়ে গিয়েছে অম্বুবাচী, এই কয়েক দিন মেনে চলুন কিছু সাবধানতা
আজ থেকে শুরু হয়ে গেছে অম্বুবাচী। যদিও বাংলা পঞ্জিকা মতে, সাথেই আষাঢ় থেকে অম্বুবাচী শুরু হওয়ার কথা। পঞ্জিকা মতে, সূর্য যেদিন মিথুন রাশিতে প্রবেশ করে, বাংলা মতে তার পরের দিন থেকে শুরু হয় আষাঢ় মাস, আর তা ঠিক এক সপ্তাহ পর থেকেই শুরু হয়ে যায় অম্বুবাচী। তারপরে তিনদিন চলে অম্বুবাচী, এই তিন দিন দেবীর ঋতুমতী।
মহিলারা ঋতুমতী হওয়ার পর সন্তান ধারণ করেন, ঠিক তেমনই অম্বুবাচীর পরে ধরিত্রী শস্য শ্যামলা হয়ে ওঠে। এই দিন অসমের কামাখ্যা মন্দিরে অম্বুবাচী উপলক্ষে বিরাট মেলা আয়োজিত হয়, লক্ষ লক্ষ ভক্ত আসেন এই মন্দিরে।
অম্বুবাচী কবে পড়ছে?
এই বছর অম্বুবাচী পড়ে গিয়েছে আজ ২২শে জুন (বাংলা মতে ৭ই আষাঢ়) সকাল ৭. ৫৪ মিনিটে
অম্বুবাচী শেষ হবে আগামী ২৫শে জুন (বাংলা মতে ১০ আষাঢ়) রাত ৮. ১৮ মিনিটে।
অম্বুবাচীতে কী করা শুভ?
১) অম্বুবাচীর সময় দেবীর মুর্তি লাল কাপড় দিয়ে ঢেকে দিন।
২) অম্বুবাচীর মধ্যে আম, দুধ বেশি করে খেতে হয়। এতে নাকি সাপের ভয় দূর হয়।
৩) অম্বুবাচীতে দেব দেবীর পুজো হয়না। কিন্তু গুরুদেব বা গুরুমায়ের পুজো করা যাবে।
৪) এই সময় ইষ্ট মন্ত্র জপ করুন।
৫) সন্ন্যাসী এবং বিধবা মহিলারা এই তিন দিন বিশেষ ভাবে পালন করুন।
অম্বুবাচীতে কী করতে নেই?
এই সময় চাষ করতে নেই।
জমিতে লাঙ্গল চালানো, জমি খোঁড়া এই সময় করা হয়না।
অম্বুবাচীতে গাছ লাগাতে নেই।
অম্বুবাচীর তিন দিন কোনও মাঙ্গলিক কাজ করতে নেই। এই বিয়ে, পুজো, গৃহপ্রবেশ হয়না।
এই সময়ে মন্ত্র পড়ে পুজো করতে নেই। কেবল ধূপ-দীপ দেখিয়ে ঠাকুর প্রণাম করুন।
অম্বুবাচীর তিন দিন বাড়ি বা জমি কেনা বেচা হয়না।
এই সময় ভুলেও কোনও সাপকে মারতে নেই।