whatsapp channel

Bollywood: ‘আল্লাহু আকবর’ ধ্বনি দেওয়া ছাত্রীকে পুরস্কৃত করেছেন আমির-সলমান! প্রকাশ্যে এলো আসল তথ্য

হিজাব বিতর্ক যেন ক্রমশ আন্দোলনের আকার নিচ্ছে। এই বিতর্কের সূত্র ধরে কর্ণাটকের উদুপীর কলেজ ছাত্রী মুসকান খান (Muskan Khan) চলে এসেছেন খবরের শিরোনামে। শোনা যাচ্ছে, মুসকানের সাহসিকতার প্রশংসা করে তাঁকে মোটা অঙ্কের আর্থিক পুরস্কার দিয়েছেন বলিউড তারকা সলমান খান (Salman Khan) ও আমির খান (Amir Khan)।

Avatar

HoopHaap Digital Media

হিজাব বিতর্ক যেন ক্রমশ আন্দোলনের আকার নিচ্ছে। এই বিতর্কের সূত্র ধরে কর্ণাটকের উদুপীর কলেজ ছাত্রী মুসকান খান (Muskan Khan) চলে এসেছেন খবরের শিরোনামে। শোনা যাচ্ছে, মুসকানের সাহসিকতার প্রশংসা করে তাঁকে মোটা অঙ্কের আর্থিক পুরস্কার দিয়েছেন বলিউড তারকা সলমান খান (Salman Khan) ও আমির খান (Amir Khan)।

গত 8 ই ফেব্রুয়ারি মুসকানের ভিডিওটি ভাইরাল হওয়ার পর নেটিজেনদের একাংশ দাবি করেছেন, সলমান ও আমির নাকি মুসকানকে তিন কোটি টাকায় পুরস্কৃত করেছেন। এছাড়াও তুরস্কের সরকার নাকি দুই কোটি টাকার আর্থিক পুরস্কার দিতে চলেছেন মুসকানকে। হিজাব বিতর্ক নিয়ে সলমান বা আমির এখনও অবধি মুখ খোলেননি। অথচ তাঁরা মুসকানের সাহসিকতার জন্য তাঁকে পুরস্কার দিচ্ছেন, এই তথ্য অনেকের বিশ্বাস হয়নি। বিষয়টি খতিয়ে দেখে একটি ফ্যাক্ট চেকার সংস্থা জানিয়েছে, এই দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। এমনকি সলমান, আমির সহ কোনো বলিউড তারকা মুসকানকে কোনো পুরস্কারের প্রতিশ্রুতি দেননি। এমনকি তুরস্ক সরকারের তরফেও এই নিয়ে কোনো বিজ্ঞপ্তি জারি হয়নি। তবে মুসকানের পাশে দাঁড়িয়েছে জমিয়ত উলামা-ই- হিন্দ। মুসকান তাঁরা পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেছেন।

কর্ণাটকের উদুপীর একটি কলেজে হিজাব পরিহিতা মুসকানের সামনে একদল উগ্র হিন্দুত্ববাদী যুবক ‘জয় শ্রীরাম’ বলে চেঁচালে মুসকান পাল্টা ‘আল্লাহু আকবর’ বলে চেঁচিয়ে ওঠেন। এরপরেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। কোথাও পড়ুয়াদের ক্লাস না করতে দেওয়ার ঘটনা ঘটে। কর্ণাটক ও ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে এই ঘটনা নিয়ে দফায় দফায় অশান্তির সূত্রপাত হয়। পাথর ছোঁড়াছুঁড়ি ও লাঠিচার্জের মতো ঘটনা ঘটে। অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির জেরে কর্ণাটক হাইকোর্ট নির্দেশ দেয় তিন দিন স্কুল-কলেজ বন্ধ রাখার। দক্ষিণী তারকা কমল হাসান (Kamal Hasan)এই ঘটনার প্রতিবাদ করে বলেন,পড়ুয়াদের মধ্যে বিভাজনের বিষ পুঁতে দেওয়া হচ্ছে।

প্রতিবাদে সরব হন জাভেদ আখতার (Javed Akhtar)। তিনি জানান, তিনি কোনোদিন হিজাব বা বোরখার পক্ষে নন। কিন্তু মেয়েদের যেসব কট্টরপন্থীরা ভয় দেখাচ্ছেন তাঁদের তিনি অবজ্ঞা করেন।

whatsapp logo
Avatar
HoopHaap Digital Media