ভোজপুরী সিনেমা জগতের অন্যতম সুপারস্টারগুলির দীনেশ লাল যাদব। তবে তিনি সকলের কাছে নিরাহুয়া নামেই পরিচিত। আর এক একটি ছবি ইউটিউবে আসার পরেই একেবারেই সকলের যেন ঝাঁপিয়ে পড়েন, সেই ছবিটি দেখার জন্য। মুহূর্তের মধ্যেই ছবিটি একেবারে ভাইরাল হয়ে যায়। তবে শুধুমাত্র নতুন গানই নয়, অনেক পুরনো দিনের যে ভিডিওগুলো ইউটিউবে থাকে, সেগুলো কিন্তু এখনো বেশ জনপ্রিয়তা আছে তার। ভোজপুরী সিনেমার জগতে দীনেশ লাল যাদব যেন এক উজ্জ্বল নক্ষত্র। আম্রপালি ও নায়িকা হিসাবে অনবদ্য।
বর্তমানে ভোজপুরী সিনেমাকে একেবারে জনপ্রিয়তার শিখরে নিয়ে গেছেন দীনেশ লাল যাদব। তবে শুধুমাত্র যে ভোজপুরী দর্শকরাই তাকে তার ফ্যান আছেন, এমনটা কিন্তু নয়, কারণ ইউটিউবে দেওয়ার পর তা পৌঁছে যায় বিশ্বের বিভিন্ন জায়গায়। তাহলেই বোঝা যাচ্ছে, শুধুমাত্র বিহার, ঝাড়খন্ড, উত্তর প্রদেশ, ছত্রিশগড় নয়, সারা দেশে বিদেশে ছড়িয়ে রয়েছে তার ফ্যান। ভোজপুরী সিনেমা জগতের সুপারস্টার দীনেশ লাল যাদব ওরফে নিরাহুয়ার সিনেমা অথবা ভিডিও ইউটিউবে দেওয়ার পরই তার লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় এতটাই জনপ্রিয় এই নায়ক।
ভিডিওগুলি জনপ্রিয়তার শিখরে পৌঁছে যায় মুহূর্তের মধ্যেই। শুধুমাত্র নতুন গান এর ভিডিও না, তার একাধিক পুরনো গানও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত জনপ্রিয় হয়ে থাকে। তিনি ভোজপুরী সিনেমা জগতের তিনি থাকলেই যে কোন গান একেবারে সুপার-ডুপার হিট হয়ে যায়। তার মত তারকা এই ভোজপুরী সিনেমা জগতে খুব একটা দেখতে পাওয়া যায় না। প্রত্যেকটি গান ইউটিউবে একেবারে সুপার-ডুপার হিট তবে দেরি না করে আমাদের পেজেও দেখে ফেলুন তার অসাধারণ রোমান্টিক সং।
ওয়েব মিউজিক নামে একটি youtube চ্যানেলে আবারও নিরাহুয়া আর আম্রপালির অসাধারণ একটি নাচের ভিডিও একেবারে ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে একটা রংবেরঙের শিফন শাড়ি পরেছেন আম্রপালি আর একটা ঘন নীল রঙের ব্লাউজ পরেছেন, যাতে তাকে ভীষণ সুন্দর দেখতে লাগছে, পুরো নাচটির ভিডিওটি আউটডোর শুটিং হয়েছে খুব সুন্দর একটি ফুলের বাগানে নেচেছেন। এই সিনেমার আরেকটি গানে তাদেরকে এত সুন্দর লেগেছে তবে আজকের বিষয়টি হলো এই সিনেমাটি আরেকটি গান নিয়ে। দুটি গানই তাদেরকে ভীষণ সুন্দর লেগেছে।
‘সিপাহি’ চলচ্চিত্রের অসাধারণ গান ‘দিলবা মে হুলা গুদগুদি’ এর সাথে একসঙ্গে কোমর দোলালেন নিরাহুয়া এবং আম্রপালি। এখানে দেখা যাচ্ছে দুজনের পরনের লাল হলুদ রঙের পোশাক। আম্রপালি পরেছেন লাল হলুদ রঙের ২ পার্টস এবং নিচে পরেছেন ছোট মিনি স্কার্ট, তাতে কিন্তু তার পায়ের অনেকটাই দেখা যাচ্ছে। আর অন্যদিকে নিরাহুয়া পরেছেন লাল হলুদ রঙের শার্ট। নাচ দেখে প্রত্যেকেই কিন্তু ভিশন আনন্দ পেয়েছেন কমেন্ট বক্সেই তার প্রমাণ পাওয়া যাচ্ছে। দেখে নিন অসাধারণ ভিডিও –