BollywoodHoop Plus

Anjali Arora: স্পষ্ট দেখা যাচ্ছে শরীর, শর্ট ড্রেসে নেটদুনিয়ায় ঝড় তুললেন অঞ্জলি

‘কাঁচা বাদাম’-এর মাধ্যমে ভুবন বাদ্যকর (Bhuban Badyakar)-এর পাশাপাশি বিখ্যাত হয়ে উঠেছেন অঞ্জলি অরোরা (Anjali Arora)। অঞ্জলির পরিচয় বর্তমানে ‘কাঁচা বাদাম গার্ল’ নামেই। একতা কাপুর (Ekta Kapoor) নির্মিত রিয়েলিটি শো ‘লক-আপ’-এও নজর কেড়েছিলেন অঞ্জলি। উঠতি মডেল-অভিনেত্রী অঞ্জলি একাধিক মিউজিক ভিডিওয় অভিনয় করেছেন। সাম্প্রতিক কালে তাঁকে দেখা গিয়েছে হোলি পার্টির মঞ্চেও। চলতি বছরে মুম্বইয়ে অনুষ্ঠিত ‘আইকনিক গোল্ড’ অ্যাওয়ার্ডসের সন্ধ্যায় আবারও নজর কাড়লেন অঞ্জলি।

এই তারকাখচিত সন্ধ্যায় অঞ্জলির পরনে ছিল মভ পিঙ্ক রঙের বডিকন ড্রেস। ড্রেসটি ফুলস্লিভ। শর্ট বডিকন ড্রেসের নেকলাইন ডিপ। ফলে অঞ্জলি ক্লিভেজ সামান্য উন্মুক্ত। ড্রেসের মধ্যবর্তী অংশে ব্যবহার করা হয়েছে কাটআউট ডিজাইন। উন্মুক্ত রয়েছে এই অংশটি। শর্ট ড্রেসের মাধ্যমে উন্মুক্ত রয়েছে অঞ্জলির মসৃণ পা। হালকা মেকআপ করেছেন অঞ্জলি। সিল্কি চুল খোলা রেখেছেন তিনি। কানে পরেছেন হীরের স্টাড। ডান হাতে রয়েছে সোনালি রঙের চেন ব্রেসলেট। পায়ে রয়েছে মভ পিঙ্ক রঙের পাম্প হিলস। অ্যাওয়ার্ড সেরেমনিতে পাপারাৎজিদের ক্যামেরার সামনে হাসিমুখে পোজ দিয়েছেন তিনি।

তবে অঞ্জলির ভিডিও ভাইরাল হতেই দ্বিধাবিভক্ত নেটিজেনরা। অনেকে তাঁর সৌন্দর্যের প্রশংসা করেছেন। অনেকে এখনও তাঁর এমএমএস কান্ড নিয়ে আলোচনা করে চলেছেন। এখনও অনেকে মনে করেন, এমএমএস-এর ওই মহিলা অঞ্জলি এবং তিনি নিজেই ওই এমএমএস ভাইরাল করেছেন পাবলিসিটি স্টান্ট হিসাবে।

এর মধ্যেই অঞ্জলিকে দেখা গিয়েছে ‘বিগ বস 16’-এর রিইউনিয়ন অনুষ্ঠানে। ফলে অনেকেই মনে করছেন ‘বিগ বস’-এর আগামী সিজনে হয়তো অঞ্জলিকে দেখা যেতে পারে।

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)