BollywoodHoop Plus

Anjali Arora: গোপন এমএমএস বিতর্ক অতীত, ক্লিভেজ দেখিয়ে হিন্দি গানে উদ্দাম নাচ অঞ্জলি অরোরার

সম্প্রতি অঞ্জলি আরোরা একটি ভিডিও সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, নিজের ঘরের নেচেছেন তিনি৷ শুধু তাই নয়, তিনি এমন একটি টাইট পোশাক পরেছেন, ভিতরে পিংক টপ, উপরে বোতাম খোলা শার্ট। নীচে ডেনিম জিন্স। ‘ম্যা তেরি হো গেয়ি’ গানের সাথে তিনি নাচলেন। যাতে কিন্তু তার শরীরের ভাঁজ বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। শরীরের প্রতি পরতে পরতে ছড়িয়ে রয়েছে মোহময় ভাব। যা দেখে কিন্তু পুরুষ হৃদয় খুব সহজেই বলে যাবে। ছবিটি দেখে প্রত্যেকেই প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। যে পোশাকটি পরেছেন সেটিও যথেষ্ট সুন্দর। ছবিটিতে দেখা যাচ্ছে, বারান্দায় দাঁড়িয়ে আছেন। তার অসাধারণ হট লুক দেখে প্রত্যেকেই প্রশংসা করেছেন।

বেশ কয়েকদিন আগে নাইট্ ড্রেস পরে ‘বাদাম বাদাম’ গানের সঙ্গে তিনি অসাধারণ নেচে ছিলেন। তারপরে আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি একটার পর একটা ফটোশুটের মাধ্যমে তিনি পৌঁছে গেছেন মানুষের মনের মধ্যে। পোশাকের নিচে পরেছেন ছোট্ট একটা প্যান্ট যাতে কিন্তু নিম্নাঙ্গ বেশ স্পষ্ট দেখা যাচ্ছে। তবে যাই হোক, সম্প্রতি তাকে দেখা গেল, মরুভূমির মাঝে বাইক নিয়েই তিনি ঘুরে বেড়াচ্ছেন। পরনে একটা কালো রংয়ের টপের ওপরে লাল রঙের একটি কোট।

ছবিটি দেখে প্রত্যেকেই অবাক হয়ে গেছে এবং হয়তো মনে মনে ভেবেছেন, একটা মানুষের মধ্যে কত সাহস থাকলে, তবে সে মরুভূমির মতন এমন জায়গায় বাইক নিয়ে ঘুরে বেড়াতে পারে। তবে ছবিটি সোশ্যাল মিডিয়া দেওয়ার সাথে সাথেই রীতিমতন ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে, আর হবে নাই বা কেন এত সুন্দর মিষ্টি দেখতে একটা মেয়ে যখন বালিয়াড়ির মধ্যে একা এরকম বাইক চালায়, এমন ছবি দেখার জন্য তো পুরুষেরা অপেক্ষা করবেনই। একেক বার একেক রূপে তাকে দেখা যায়।

একটা নাইট্র ড্রেস পরে বাদাম বাদাম গানের সঙ্গে নেচেই তিনি সবার কাছে চলে গিয়েছিলেন। ঠিক এইভাবেই তিনি ইনস্টাগ্রামের যত ভিডিও দেন প্রত্যেকটি ভিডিওই একেবারে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দেয়, তবে আপনি যদি এই ভিডিও দেখতে মিস করে থাকেন আমাদের Hoophaap এর পাতায় চটপট দেখে নিন –