whatsapp channel

Ankita Mallick: মহিষাসুরমর্দ্দিনী রূপে প্রথম বার ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতা, প্রকাশ্যে মহালয়ার চোখ ধাঁধানো প্রোমো

সমস্ত জল্পনা কল্পনার অবসান অবশেষে। জি বাংলার (Zee Bangla) মহালয়ার (Mahalaya) অনুষ্ঠান 'নবপত্রিকায় দেবীবরণ' এর প্রথম ঝলক চলে এল প্রকাশ্যে। 'জগদ্ধাত্রী' ওরফে অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) এবারে মহিষাসুরমর্দিনী রূপে থাকছেন…

Nirajana Nag

Nirajana Nag

সমস্ত জল্পনা কল্পনার অবসান অবশেষে। জি বাংলার (Zee Bangla) মহালয়ার (Mahalaya) অনুষ্ঠান ‘নবপত্রিকায় দেবীবরণ’ এর প্রথম ঝলক চলে এল প্রকাশ্যে। ‘জগদ্ধাত্রী’ ওরফে অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) এবারে মহিষাসুরমর্দিনী রূপে থাকছেন শুনেই আগ্রহ বেড়েছিল নেটিজেনদের। সাধারণত বড়পর্দার অভিনেত্রীদেরই দূর্গা রূপে দেখা যায় মহালয়ার অনুষ্ঠানে। এ বছরে ব্যতিক্রমী অনুষ্ঠান পরিবেশনের চেষ্টায় রয়েছে প্রথম সারির চ্যানেল জি বাংলা। অনুষ্ঠানের প্রথম ঝলক কেমন লাগল দর্শকদের?

কিছুদিন আগেই ফাঁস হয়েছিল দূর্গা লুকে অঙ্কিতার প্রথম লুক। লাল শাড়ি, সর্বাঙ্গে গয়নায় মুড়ে দেবী রূপে ধরা দিয়েছিলেন তিনি। পর্দার জগদ্ধাত্রীকে দেবী দূর্গা রূপে বেশ মানিয়েছে, একথা একবাক্যে স্বীকার করেছেন নেটনাগরিকদের অধিকাংশই। অবশেষে চ্যানেলের তরফে প্রকাশ্যে আনা হল ‘নবপত্রিকায় দেবীবরণ’ এর প্রথম প্রোমো।

Ankita Mallick: মহিষাসুরমর্দ্দিনী রূপে প্রথম বার 'জগদ্ধাত্রী' অঙ্কিতা, প্রকাশ্যে মহালয়ার চোখ ধাঁধানো প্রোমো

দেবীর নয় রূপের গাথা নিয়ে তৈরি হচ্ছে ‘নবপত্রিকায় দেবীবরণ’। মহিষাসুরমর্দিনী ছাড়াও দেবীর নয় রূপে দেখা মিলবে ছোটপর্দার নয় অভিনেত্রীর। জি এর-ই বিভিন্ন সিরিয়ালের নায়িকাদের দেখা যাবে বিভিন্ন দেবী রূপে। থাকছেন আরাত্রিকা, শ্বেতা, দিতিপ্রিয়া, মোহনা, মানালিরা। শেষে এন্ট্রি নেন অঙ্কিতা। কমেন্ট বক্সে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে দর্শকদের। অনেকে প্রশংসা করেছেন অঙ্কিতার। অনেকে আবার কটাক্ষ করেছেন, আবারও সুপারম্যানের মতো উড়ে আসছে দূর্গা! তবে নিন্দার থেকে প্রশংসাই বেশি পেয়েছেন অঙ্কিতা। বরং অনেকেই বলছেন, এতদিনে ঠিকঠাক কাউকে বেছে নেওয়া হয়েছে দেবী দূর্গা হিসেবে।

প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই জি বাংলার মহালয়ার অনুষ্ঠান নিয়ে নানান গুঞ্জন শোনা যাচ্ছিল নেটপাড়ায়। মূলত মহিষাসুরমর্দিনী কে হচ্ছেন সেটা নিয়েই চলছিল জল্পনা। মাঝে শোনা গিয়েছিল, দিতিপ্রিয়াকে নাকি দেখা যাবে দূর্গা রূপে। কিন্তু তিনিই খোলসা করেন, মহিষাসুরমর্দিনী হচ্ছেন অঙ্কিতা। তবে তিনি নিজেও থাকছেন মহালয়ার অনুষ্ঠানে। দর্শকদের জন্য এক বড় চমক অপেক্ষা করছে বলেও জানিয়েছিলেন তিনি। উল্লেখ্য, আগামী ১৪ অক্টোবর ভোর ৫টা নাগাদ জি বাংলায় সম্প্রচারিত হবে ‘নবপত্রিকায় দেবীবরণ’।

whatsapp logo
Nirajana Nag
Nirajana Nag

আমি নীরাজনা নাগ। HoopHaap-এর একজন সাংবাদিক। বিগত চার বছর ধরে এই পেশার সঙ্গে যুক্ত রয়েছি। নিজের লেখার মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্য পাঠকদের কাছে পৌঁছে দিতে চাই