Bengali SerialHoop Plus

Ankita Mallick: ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতার জীবনে প্রথম প্রায়োরিটি কে!

কিছুদিন আগেই জি বাংলার গেম শো ‘ঘরে ঘরে জি বাংলা’-য় শোয়ের সঞ্চালক অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)-র সাথে আলাপচারিতায় ‘জগদ্ধাত্রী’ ওরফে অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) জানিয়েছিলেন, তিনি সিঙ্গল। এমনকি তাঁর পরিবারের সদস্যরাও বলেছিলেন, অঙ্কিতার কাছে আসতে ছেলেরা ভয় পান। তবে ওই আত্মীয়া একটু রঙ চড়িয়ে বলেছিলেন, জ্যাস যদি হঠাৎই মারধোর করে তাই ছেলেরা সামনে আসতে চায় না। তবে সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের জীবনের বিভিন্ন তথ্য ফাঁস করলেন অঙ্কিতা নিজেই।

‘জগদ্ধাত্রী’ নিঃসন্দেহে অঙ্কিতার কাছে জীবন বদলে দেওয়ার মাইলস্টোন। এই ধারাবাহিকে রয়েছে যথেষ্ট অ্যাকশন দৃশ্য। ফলে অঙ্কিতাকে যথেষ্ট ফিট থাকতে হয়। কিন্তু কখনও সখনও ডায়েটে ফাঁকি দিয়ে বিরিয়ানি খেয়ে নেন অঙ্কিতা। এটি তাঁর সবচেয়ে প্রিয় খাবার। সৌম্যদীপ (Soumyadip)-এর বিপরীতে অভিনয় করতে স্বচ্ছন্দ পর্দার জ্যাস। স্বয়ম্ভূ চরিত্রটি তাঁর বিশেষ প্রিয়। উপরন্তু দর্শকদের প্রিয় স্বয়ম্ভূ-জগদ্ধাত্রীর অনস্ক্রিন রসায়ন। তবে সৌম্যদীপ, অঙ্কিতার নিছক সহকর্মী ছাড়া আর কিছুই নয়। পরিবারকে ঘিরে আবর্তিত হয় অঙ্কিতার জীবন। পরিবার সবসময়ই তাঁর কাছে প্রথম প্রায়োরিটি।

ফলে প্রেম নিয়ে ভাবার সময় নেই অঙ্কিতার। কেরিয়ারের দিকে অত্যন্ত ফোকাসড তিনি। তবে নিজের মেয়েবেলা নিয়ে মাঝে মাঝেই নস্টালজিক হয়ে পড়েন অঙ্কিতা। শৈশবের প্রচুর স্মৃতি এখনও রয়েছে তাঁর হৃদয়ে। এককথায় নিজের ছোটবেলাকে ‘গোল্ডেন পিরিয়ড’ বলে মনে করেন অঙ্কিতা। বলিউডের কোনো নায়ক নয়, বরং তাঁর পছন্দের নায়ক পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান (Fawad khan)।

বর্তমানে ‘জগদ্ধাত্রী’ টিআরপি চার্টে শীর্ষ স্থানে রয়েছে। চিত্রনাট্যে রয়েছে একের পর এক মোড়। সব মিলিয়ে ধারাবাহিকটি বাংলা সিরিয়ালের গতানুগতিকতার বাইরে একটি কাহিনী তৈরি করেছে।

 

View this post on Instagram

 

A post shared by @_ankita_mallick_

Related Articles