“এসো মা লক্ষ্মী বসো ঘরে / আমার এ ঘরে থাকো আলো করে” ঠিক এইভাবেই মহাসঙ্কটের সময় নিজের ঘরে স্বাগত জানিয়েছেন আরুণ্যাকে। কথা হচ্ছে বাংলা ধারাবাহিকের পরিচিত মুখ অঙ্কিতা মজুমদার পালকে নিয়ে। ‘জড়োয়ার ঝুমকো’ সিরিয়ালের থেকেই বিশেষ পরিচিত পান অঙ্কিতা। একটি ম্যাট্রিমনিয়্যাল সাইটের মাধ্যমে আলাপ হয় অঙ্কিতার সঙ্গে তাঁর স্বামীর। পরবর্তীতে তাঁর গলাতেই মালা দেন। স্বামী পেশায় একজন সফটওয়্যার কোম্পানির কর্তা। বিয়ের দিন ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের শাড়িতে সেজেছিলেন অঙ্কিতা। সব মিলিয়ে এক জমাটি আসর বসেছিল কলকাতার এক প্রাঙ্গনে।
বিয়ের এক বছর পরেই, অর্থাৎ ২০২০ তে অঙ্কিতা-সৌমিত্র পালের ঘরে আসে এক কন্যা সন্তান। গুয়াহাটিতে অঙ্কিতার শ্বশুর বাড়ি। তাই লকডাউনের আগে কলকাতা থেকে গুয়াহাটিতে শ্বশুরবাড়িতে পাড়ি দেন। সেখান থেকে আর ফিরে আসা হয়নি। তখনই পরিকল্পনা মাফিক অন্তসত্বা হন অভিনেত্রী।
দেখতে দেখতে তিন মাস কেটে গেল অঙ্কিতার ঘরের ছোট্ট লক্ষ্মীর। মেয়ে আরুন্যাকে নিয়ে সেলিব্রেট করলেন ৩ মাস সম্পন্ন হওয়ার আনন্দ।
মেয়ের ৩ মাসের জন্মদিনের আনন্দে সাড়া বাড়ি বেলুন দিয়ে সাজিয়েছিলেন অভিনেত্রী। পাশাপাশি একটা ইয়া বড় কেকও এনেছিলেন। এমনিতেই অঙ্কিতা সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ। মেয়ে আরুন্যা আসার পর থেকে দিন দিন অঙ্কিতা জেন আরও সুন্দরী হয়ে উঠছেন পাশাপাশি অঙ্কিতার অনুরাগীদের সংখ্যাও বাড়ছে বই কমছে না।