বাড়ির টবে অ্যান্টিরাম চাষ করুন সহজ পদ্ধতি শিখে নিন
যাদের ছাদ বাগানের শখ, ফুল ভালোবাসেন কিংবা বাড়ির সামনের অনেকটা উঠোন এমনি পড়ে আছে তারা খুব সহজেই উঠোনের মাটি একটু প্রস্তুত করে কিংবা ছাদ বাগানে টবের মধ্যে চাষ করতে পারেন শীতকালীন ফুল অ্যান্টিরাম।
এই ফুল পাওয়ার জন্য প্রথমে মাটি প্রস্তুত করতে হবে। বাগানের মাটির সঙ্গে জৈবসার, কোকো পিট, বালি ভালো করে মিশিয়ে নিয়ে একটি ১০ ইঞ্চির টবে মাটি প্রস্তুত করে অন্তত দশ দিন রাখতে হবে।
নার্সারি থেকে ভাল জাতের চারা এনে মাটির মাঝখানে গর্ত খুঁড়ে পুঁতে দিতে হবে। চারা একটু বড় হলে চারা গাছের পাশে বাঁশের কঞ্চি অথবা লাঠির সাথে গাছ বেঁধে দিতে হবে। কিছুদিন পর থেকেই গাছে খুব সুন্দর ফুল আসবে।
জৈব সার হিসেবে গোবর সার কিংবা সরষের খোল পচা সার ব্যবহার করতে পারেন। আবার কেউ যদি চান কোন নার্সারি থেকেই ভার্মিকম্পোস্ট ও আনতে পারেন।
১০ দিন অন্তর অন্তর গাছের গোড়ায় গোড়ায় সরষের খোল পচা জল দিতে হবে। গাছের রোগবালাই দেখা দিলে মাঝে মাঝে নিম তেল স্প্রে করতে পারেন। গাছের গোড়ায় আগাছা ভালো করে পরিষ্কার করতে হবে। শীতকালীন ফুল হিসাবে এই ফুলটির জুড়ি মেলা ভার।