whatsapp channel

Arpan Ghosal: নিজের গোপন কথা ফাঁস করলেন ‘বং-ক্রাশ’ ডোডো!

বিগত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় সেনসেশন হয়ে আছেন টেলি অভিনেতা অর্পণ ঘোষাল (Arpan Ghosal)। বর্তমানে স্টার জলসার 'মেয়েবেলা' ধারাবাহিকের নায়কের চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে তার থেকেও বেশি তিনি রয়েছেন…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

বিগত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় সেনসেশন হয়ে আছেন টেলি অভিনেতা অর্পণ ঘোষাল (Arpan Ghosal)। বর্তমানে স্টার জলসার ‘মেয়েবেলা’ ধারাবাহিকের নায়কের চরিত্রে অভিনয় করছেন তিনি। তবে তার থেকেও বেশি তিনি রয়েছেন বাঙালি তরুণী ও যুবতীদের মনের মাঝে। এককথায় বিগত কয়েকদিন ধরেই বাঙালি রমনীদের ‘ক্রাশ’ হয়ে উঠেছেন তিনি। তাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় যেমন চলছে লেখালেখি, তেমনই তার উপর পাগল হতেও চেয়েছেন অনেকেই। কিন্তু শুধুমাত্র কি ধারাবাহিকে ‘ডোডো’র চরিত্রে অভিনয় করেই এই জনপ্রিয়তা? এই বিপুল জনপ্রিয়তাকে ঠিক কেমনভাবে দেখছেন অভিনেতা নিজে? সম্প্রতি এইসব প্রশ্নের উত্তর তিনি নিজেই দিলেন।

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক প্রশ্নের উত্তর দেন অভিনেতা অর্পণ ঘোষাল। তিনি বলেন যে এইসব জনপ্রিয়তা যে ক্ষনিকের তা তিনি নিজেও জানেন। এছাড়াও তিনি বিশ্বাস করেন যে এই জনপ্রিয়তা বা ‘ক্রাশ’ হয়ে ওঠার বিষয়টি কিছুদিন পর আর থাকবে না। তবে দর্শক যে তার কাজ দেখে তাকে পছন্দ করেছেন, এই বিষয়টিকে তিনি প্রাপ্তি বলে ভাবতে চান। অভিনেতার এখন কাজে মন দেওয়াই একমাত্র লক্ষ্য। কারণ নাটক ও থিয়েটার থেকেই তার কেরিয়ার শুরু হয়। অভিনয়ে তিনি নবাগত না হলেও কাজের বিষয়ে আপোষ করতে তিনি নারাজ।

এছাড়াও এই সাক্ষাৎকারে অভিনেতা বলেন যে তিনি ছোটবেলার বান্ধবীকে বিয়ে করেছেন। তবে সেসব বিষয় নিয়ে খুব একটা তাকে স্পটলাইটে দেখা যায়নি। এর কারণ হিসেবে অভিনেতা জানান যে এই বিষয়গুলি সামনে এলে অপর মানুষটির উপর অনেক চাপ তৈরি হয়। তবে পর্দার ‘ডোডো’ মানুষের পছন্দের চরিত্র হলেও বাস্তবে অভিনেতার স্বভাব প্রকৃতি সম্পর্কে যেভাবে উদগ্রীব থাকেন তার ভক্তরা, সেই বিষয়েও মুখ খোলেন অভিনেতা। তিনি বলেন, “আমি এমনিতেই খুব চুপচাপ। আমার জীবনটাই খুব বোরিং। “

প্রসঙ্গত, পর্দার বাইরে একটি নাট্যদলের সঙ্গে যুক্ত অর্পণ। এছাড়াও তিনি এর আগে কাজ করেছেন ওটিটি প্ল্যাটফর্মেও। কিছুদিন আগেই হইচইয়ে মুক্তি পেয়েছ তাঁর অভিনীত ওয়েব সিরিজ ‘হস্টেল ডেজ’। অভিনেতা এর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছেন, দেশে যদি থিয়েটার করে জীবিকা নির্বাহের সুযোগ থাকত, তাহলে হয়তো তিনি ক্যামেরার সামনে কাজ করতে না। ধারাবাহিকে অভিনয়ের পাশাপাশি থিয়েটারও চালিয়ে যাচ্ছেন তিনি।

whatsapp logo
Debaprasad Mukherjee
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা