এবারে গেরুয়া শিবিরে নাম লেখালেন পর্দার রামায়ণের রাম হিসেবে খ্যাত অরুণ গোভিল। এদিনই বিজেপি ১৪৮টি কেন্দ্রের প্রার্থীতালিকা ঘোষণা করে। এই তালিকা থেকে জানা গিয়েছে, বিজেপির প্রার্থী হচ্ছেন মুকুল রায়, রাহুল সিনহা, রথীন চক্রবর্তী, জগন্নাথ সরকার, টলিউডের রুদ্রনীল ঘোষ, এবং অসীম সরকার।
এই অরুণ গোভিল রামানন্দ সাগরের হিট টেলিভিশন সিরিজ রামায়ণে ভগবান রামের চরিত্রে অভিনয় করার জন্য সবচেয়ে বেশি পরিচিত।
এদিকে সোমবার টুইটারে অরুণ লেখেন, “মানুষ আমায় জিজ্ঞাসা করেছিলেন আমি রামায়ণের জন্য কোনও পুরস্কার পেয়েছি কী না, সেই পরিপ্রেক্ষিতেই আমি জানিয়েছিলাম যে পাইনি। রাজকীয় পুরস্কারের আলাদা অস্তিত্ব থাকে কিন্তু দর্শকের ভালবাসার থেকে তা কখনই বড় নয়।”
मेरा मंतव्य, प्रश्न का उत्तर देना था।कोई अवार्ड पाने की आकांक्षा नहीं थी।
हालाँकि राजकीय सम्मान का अपना अस्तित्व होता है पर दर्शकों के प्यार से बड़ा कोई अवार्ड नहीं होता जो मुझे भरपूर मिला है। आप सभी के असीम प्रेम के लिए सप्रेम धन्यवाद 🙏! #Ramayan #AwardforRamayan https://t.co/mBEC74tK43— Arun Govil (@arungovil12) April 27, 2020
এমনিতেই লকডাউনে রামানন্দ সাগরের ‘রামায়ণ’ দেখার হিড়িক সাধারণের মধ্যে বিশেষ ভাবে পড়ে। ছোট থেকে বড় সকলেই লক ডাউনে চুটিয়ে রামায়ণ দেখে। এবারে তিনিই নামছেন পদ্ম বনে।