মাধ্যমিক পাশ করলেই ভালো চাকরির সুযোগ, আশা কর্মী পদে শুরু হয়েছে নিয়োগ
যারা একটি চাকরির (Job Vacancy) আশায় ছিলেন তাদের জন্য এবার এল সুখবর। মাধ্যমিক পাশ করলেই এবার পাওয়া যাবে চাকরি। হাওড়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে আশা কর্মী (Asha Karmi) নিয়োগ (Recruitment) করা হবে। মাধ্যমিক পাশ করে থাকলেই আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন এই চাকরির জন্য।
বর্তমানে চাকরির আকালের জন্য বহু মানুষ কর্মহীন হয়ে বসে রয়েছেন। অনেকেই এমন আছেন যারা দীর্ঘদিন ধরে সরকারি চাকরির জন্য অপেক্ষা করছিলেন। আবার অনেকে বেসরকারি চাকরির অপেক্ষাতেও রয়েছেন। তাদের জন্য এবার এল এক বড় খবর। কতগুলি শূন্যপদ রয়েছে, কারাই বা আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করতে হবে সব তথ্য এই প্রতিবেদনে রইল।
মোট শূন্য পদের সংখ্যা
হাওড়া জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে নিয়োগ করা হবে আশা কর্মী পদে। মোট শূন্য পদের সংখ্যা ৩৬ টি।
শিক্ষাগত যোগ্যতা
এই পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের নূন্যতম মাধ্যমিক পাশ করতে হবে। এছাড়া আবেদনকারীদের স্থানীয় ভাষাও জানতে হবে।
বয়স সীমা
আবেদনকারীদের বয়স থাকতে হবে ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে। তবে সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন
আশা কর্মী পদে নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে ৫ হাজার ২৫০ টাকা।
আবেদন পদ্ধতি
জানিয়ে রাখি, এই পদের জন্য অনলাইনে আবেদন করা যাবে না। অফলাইনে আবেদন করতে হবে এই পদের জন্য। সেক্ষেত্রে ইচ্ছুক প্রার্থীদের নিজের ব্লকের বিডিও অফিসে গিয়ে আবেদন করতে হবে। উল্লেখ্য এখানে আবেদনের শেষ তারিখ হল ৩১ শে জুলাই ২০২৪।