Hoop News

Ayushman Bharat: অসুস্থতায় ৫ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ‍্য বিমা, সঙ্গে আরো সুবিধা, এভাবে সহজে করুন আবেদন

কেন্দ্রীয় সরকারের তরফে দেশবাসীর কল‍্যাণের জন‍্য বেশ কিছু প্রকল্প চালু করা হয়েছে। এর মধ‍্যে অন‍্যতম প্রধানমন্ত্রী জন আরোগ‍্য যোজনা যা আয়ুষ্মান ভারত (Ayushman Bharat Yojana) নামেও পরিচিত। দেশে এখনো বহু মানুষ বাস করেন দারিদ্রসীমার নীচে। এই দরিদ্র পরিবারগুলিতে কোনো ব‍্যক্তি অসুস্থ হলে অনেক সময়ই তার চিকিৎসার জন‍্য পর্যাপ্ত অর্থ থাকে না‌। ফলে অনেকে বিনা চিকিৎসায় মারা যান।

এই সমস্ত প্রান্তিক মানুষগুলির জন‍্যই আয়ুষ্মান ভারত প্রকল্পের সূচনা। এই প্রকল্পের মাধ‍্যমে দরিদ্র পরিবারে কেউ অসুস্থ হলে তার চিকিৎসার খরচ বহন করে সরকার। কীভাবে নাম নথিভুক্ত করা যায় এই প্রকল্পে, কারাই বা পাবেন সুবিধা, সব তথ‍্য রইল এই প্রতিবেদনে।

আয়ুষ্মান ভারত যোজনার সুবিধা

২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পের অধীনে মোট ৫ লক্ষ টাকার বিমা কভারেজ পাওয়া যায়। সঙ্গে কিডনি, লিভার সংক্রান্ত ১৪০০ রকমের চিকিৎসা সুবিধা পাওয়া যায় বিনামূল‍্যে। এই প্রকল্পের অধীনে হাসপাতাল খরচ, চিকিৎসা খরচ, ওষুধের খরচের মতো বিষয়ও পাওয়া যায়।

কারা পাবেন এই প্রকল্পের সুবিধা

  • অস্থায়ী ঘর থাকতে হবে।
    পরিবারে ১৮ থেকে ৫৯ বছরের মধ‍্যে কোনো উপার্জনকারী ব‍্যক্তি থাকলে চলবে না।
    তফসিলি জাতি এবং উপজাতি অন্তর্ভুক্ত পরিবার।
    যে সব পরিবারে কোনো সক্ষম সদস‍্য নেই।
    ভূমিহীন পরিবার।
    কোনো সরকারি চাকরিজীবী বা যাদের কৃষান ক্রেডিট কার্ড রয়েছে তারা আবেদন করতে পারবেন না।
    পরিবারের মাসিক আয় ১০ হাজার টাকার বেশি হলে হবে না।
    ৫ একরের বেশি জমি থাকলে বা নিজেদের বাড়ি থাকলে আবেদন করা যাবে না।

আবেদনের জন‍্য প্রয়োজনীয় নথিপত্র

আধার কার্ড
রেশন কার্ড
ভোটার কার্ড
পরিচয় এবং আয়ের প্রমাণপত্র
ব‍্যাঙ্ক অ্যাকাউন্ট

আবেদন প্রক্রিয়া

এই প্রকল্পে আবেদন করতে হবে অনলাইনের মাধ‍্যমে। এর জন‍্য অফিশিয়াল ওয়েবসাইট  https://beneficiary.nha.gov.in এ যেতে হবে। এই অফিশিয়াল ওয়েবসাইটে প্রয়োজনীয় তথ‍্য এবং জরুরি নথিপত্র আপলোড করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে‌।

Related Articles