নিজের জন্মদিনে শুঁড় দিয়ে কেক কাটল ছোট্ট হাতি, ভিডিও ভাইরাল নেট দুনিয়ায়
বার্থ ডে সেলিব্রেশন হচ্ছে ছোট্ট বাচ্চা হাতির। এই পার্টির মধ্যমনি একটি ছোট্ট বাচ্চা মেয়ে হাতি। কিন্তু এই চারপেয়ে জন্তুটি কেক কাটবে কি করে! তার ভালবাসার মানুষগুলো তার জন্য টেবিলের উপরে সাজিয়ে দিয়েছে বিশাল বড় একটা কেক। জন্মদিন বলে কথা আর কেক কেটে সেলিব্রেশন হবে না তা হয়?
অবশেষে সেলিব্রেশন হলো, কেক কাটাও হলো। কিন্তু হাত ছাড়া কেক কাটা কি সম্ভব? এ প্রশ্ন অনেকের মনের মধ্যেই ঊঠেছিল। এই বাচ্চা মেয়ে হাতিটি তার শুঁড়ের সাহায্যেই কেক কাটল। এই বার্থডে কন্যার নাম ‘শ্রীকুট্টি’।
তবে তার ফ্যান ফলোয়ার্সরা কিন্তু শুধুমাত্র তাকে দিয়ে কেক কাটিয়েই ক্ষান্ত হননি। তার ফটো না তুললে কি আর জন্মদিন পুরোপুরি শেষ হয়? তাই কেক কাটার পরেই তাকে নানান রকম পোজ দিয়ে ছবি তুলতে হয়েছে। এক বছর আগে নভেম্বর মাসে থমলা বনাঞ্চল থেকে তাকে উদ্ধার করা হয়েছিল। আপাতত সে কেরলের কোটুর হাতি পুনর্বাসন কেন্দ্রেই লালিত পালিত হচ্ছে।
#WATCH Sreekutty, one-year-old elephant calf celebrated her birthday at Kottoor Elephant Rehabilitation Centre, Kerala yesterday.
She was rescued from Thenmala forest area in November last year. pic.twitter.com/989UyezceW
— ANI (@ANI) November 10, 2020