Bandhan Bank Recruitment: লিখিত পরীক্ষা ছাড়াই বন্ধন ব্যাঙ্কে চাকরির সুযোগ, মাধ্যমিক পাশ থাকলেই হবে
অনেকেই আছেন যারা সরকারি বা বেসরকারি ব্যাঙ্কে চাকরির স্বপ্ন দেখেন। উচ্চশিক্ষিত হয়েও চাকরির অভাবে কর্মহীন হয়ে বাড়িতে বসে রয়েছেন অনেক যুবক যুবতী। যথাযথ শিক্ষিত হয়েও বর্তমানে চাকরির বাজারের যা পরিস্থিতি তাতে অনেকেই সরকারি বা বেসরকারি চাকরি খুঁজতে গিয়ে হিমশিম খাচ্ছেন। এবার সেই সমস্ত যুবক যুবতীদের জন্য এল এক দারুণ খবর। কর্মী নিয়োগ হতে চলেছে বন্ধন ব্যাঙ্কে (Bandhan Bank)। বিপুল সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে বন্ধন ব্যাঙ্ক। সম্প্রতি এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কতগুলি শূন্যপদ রয়েছে, কারা এখানে আবেদনের যোগ্য, আবেদন প্রক্রিয়া সমস্তই উল্লেখ করা হল প্রতিবেদনে।
শূন্যপদের সংখ্যা
বন্ধন ব্যাঙ্কের থেকে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী জানা যাচ্ছে, মোট ৭৬,১০০ টি শূন্যপদে নিয়োগ হতে চলেছে।
আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা
যে সমস্ত প্রার্থীরা এই পদে আবেদনের জন্য ইচ্ছুক তাদের অবশ্যই দশম শ্রেণি বা দ্বাদশ শ্রেণি পাশ করতে হবে। এছাড়াও সমতুল্য যেকোনো স্বীকৃত বোর্ডের সার্টিফিকেট থাকলেও হবে।
বয়স সীমা
আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীদের নূন্যতম বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছর।
নির্বাচন প্রক্রিয়া
এই চাকরির জন্য কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে হবে কর্মী নিয়োগ।
বেতন সীমা
নিবার্চিত প্রার্থীরা মাসে সর্বনিম্ন ২২,৫০০ টাকা থেকে সর্বোচ্চ ৩৪,৪০০ টাকা পর্যন্ত বেতন পাবেন।
আবেদনের প্রক্রিয়া
- আবেদনের জন্য প্রথমেই যেতে হবে বন্ধন ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে।
- তারপর নীচে লেখা প্রসিড অপশনে ক্লিক করতে হবে।
- ধাপে ধাপে সব প্রক্রিয়া সম্পূর্ণ করে তারপর জমা করতে হবে প্রয়োজনীয় নথি।
- ফর্ম পূরণের পর আবেদনপত্রটির একটি প্রিন্ট আউট নিয়ে রাখতে হবে যাতে ভবিষ্যতে কাজে লাগে।