TRP: তৃতীয় স্থানে ‘ধুলোকণা’, ‘মিঠাই’ নাকি ‘গাঁটছড়া’ এবারের টপার কে!
বাংলা ধারাবাহিক জগতে এসেছে বিরাট পরিবর্তন। একের পর এক ধারাবাহিক যেমন শেষ হচ্ছে, তেমন শুরুও হচ্ছে। তাছাড়া পল্লবী দে-র মৃত্যুতে শোকাহত গোটা টলি পরিবার। যারা সিরিয়াল প্রেমী তাদের কাছে পল্লবী র মৃত্যু রহস্যে ভরা। কিন্তু, এর মাঝেই টেক্কা দিচ্ছে খড়ি ঋদ্ধির প্রেম। ‘গাঁটছড়া’ এই সপ্তাহে সেরা টি আর পি দেয়, প্রসঙ্গত, এই ধারাবাহিকে মুখ বদল হয়েছে। কিয়ারা চরিত্রে এসেছে নতুন মুখ, এরপরেও এই ধারাবাহিক দর্শক মনে জায়গা করে নিয়েছে। দুই নম্বর স্থানে মিঠাই পিছিয়ে গেলেও গল্পে আসতে চলেছে নতুন টুইস্ট।
‘গাঁটছড়া’, ‘মিঠাই’ বাদে সেরা দশে আছে ‘গৌরী এলো’, ‘লক্ষ্মী কাকিমা’, ‘আলতা ফড়িং’, ‘আয় তবে সহচরী’,’পিলু: সহ ‘অনুরাগের ছোঁয়া’। চলতি সপ্তাহে একটু খারাপ স্কোর করেছে গোধূলি আলাপ ও এই পথ যদি না শেষ হয়। চলুন দেখে নিই কারা জয় করলো বাংলার দর্শকদের মন।
১. গাঁটছড়া – ৮.৭
২. মিঠাই – ৮.২
৩. ধুলোকণা – ৮.১
৪.গৌরী এলো এবং আলতা ফড়িং – ৭.৮
৫. লক্ষী কাকিমা সুপারস্টার – ৬.৯
৬. আয় তবে সহচরী – ৬.৭
৭. উমা আর মন ফাগুন -৬.৬
৮.পিলু -৬.৩
৯. অনুরাগের ছোঁয়া -৬.১
১০. বৌমা একঘর – ৪.৭
১১. লালকুঠি এবং গৌধুলি আলাপ – ৪.৬
১২. এই পথ যদি না শেষ হয় এবং সর্বজয়া- ৪.৫
১৩. গঙ্গারাম – ৩.৯
১৪. উড়ন তুবড়ি – ৩.৪
১৫. গুড্ডি – ৩.১
১৫. যমুনা ঢাকি – ২.৬
১৬. গ্রামের রানী বীণাপাণি – ২.৫
১৭. খেলাঘর – ২.১
১৮. জয় গোপাল – ২.০
১৯. সন্তোষী মা – ১.৯
রিয়্যালিটি শো
দাদাগিরি -৪.২
দিদি নং ওয়ান – ৩.০
ইসমার্ট জুটি -৩.০
টাটকা দুপুর
খড়কুটো – ২.৫
আপনি কি বলেন – ১.৮
রাধাকৃষ্ণ – ২.১