Bengali SerialHoop Plus

TRP: প্রথম স্থানে নেই ‘মিঠাই’, ‘গাঁটছড়া’ নাকি ‘ধুলোকণা’ এবারের সিংহাসন কার দখলে!

‘মিঠাই’ এতদিন একাই ছিল ফার্স্ট গার্ল। কিন্তু, খড়ি-ঋদ্ধি আসার পর মিঠাই যেন গো-হারা হারছে। খড়ি-ঋদ্ধির রসায়ন এখন দর্শকদের মণিকোঠায় জায়গা পেয়েছে। ওদিকে ‘ধুলোকণা’ ধুঁকতে ধুঁকতে বর্তমান সময়ে ভালো রেটিং নিয়ে তিন নম্বরে জায়গা করে নিয়েছে। বরং ভালো স্কোর করছে ‘আলতা ফড়িং’ ও ‘গৌরী এলো’। ‘মন ফাগুন’, ‘লক্ষ্মী কাকিমা’ একটু পিছিয়ে গিয়েছে এই সপ্তাহে। রাহুল -রুকমা’র জুটি নতুন ধারাবাহিকে সেভাবে জমজমাট টিআরপি দিতে পারছে না। এদিকে, ‘গ্রামের রাণী বীণাপাণি’ ও ‘গুড্ডি’ খুবই খারাপ নম্বর পেয়ে প্রতিবারের মতন শেষের দিকেই থাকছে। তবে, সদ্য শুরু হওয়া কিছু বাংলা ধারাবাহিক ভালো ম্যাচ খেলেছে সপ্তাহ জুড়ে। প্রসঙ্গত, শেষ হতে চলেছে দাদাগিরি আনলিমিটেড। সেই জায়গায় আসতে চলেছে এই বছরের সঙ্গীতের রিয়্যালিটি শো ‘সারেগামাপা’। চলুন দেখে নিই এই সপ্তাহের টিআরপি লিস্ট। কারা এলো এগিয়ে, কারা কম স্কোর করলো।

১. গাঁটছড়া – ৮.১
২. মিঠাই -৮.০
৩. ধুলোকনা – ৭.৭
৪. আলতা ফড়িং -৭.৫
৫. গৌরী এলো -৭.৪
৬. লক্ষ্মী কাকিমা সুপারস্টার – ৭.১
৭. মন ফাগুন -৬.৬
৮. অনুরাগের ছোঁয়া -৬.৪
৯. আয় তবে সহচরী -৫.৯
১০. উমা -৫.৯
১১. খেলনা বাড়ি – ৫.৭
১২. এই পথ যদি না শেষ হয় -৫.৭
১৩. লালকুঠি – ৫.১
১৪. বৌমা একঘর – ৪.২
১৫. পিলু – ৪.১
১৬. উরণ তুবড়ি – ৪.০
১৭. গোধূলি আলাপ – ৩.৮
১৮. গঙ্গারাম – ৩.৭
১৯. গুড্ডি – ২.৯
২০.গ্রামের রাণী বীণাপাণি – ২.৬

রিয়্যালিটি শো

দিদি নং ওয়ান ( সানডে ধামাকা) – ৪.৮
দাদাগিরি আনলিমিটেড – ৪.২

whatsapp logo