Bengali SerialHoop Plus

TRP: প্রথম হওয়ার দৌড়ে নেই ‘মিঠাই’, ‘গাঁটছড়া’ নাকি ‘ধুলোকণা’ শীর্ষস্থান কার দখলে!

এতদিন তিন নম্বরে থেকে জোরকদমে লড়াই চালায় লীনা গঙ্গোপাধ্যায়ের ‘ধুলোকণা’। অবশেষে আবারো এক নম্বরে জায়গা করে নিল ধুলোকণা। মিঠাই রানী এই সপ্তাহে একটু ধীরে ধীরে এগিয়েছে। গল্পের মোড় দর্শকদের সেইভাবে টানেনি, তাই তিন নম্বরে স্থান পেয়েছে মিঠাই। এদিক থেকে খড়ি ঋদ্ধি টুক করে দ্বিতীয় স্থান ছিনিয়ে নেয়। ওইদিক থেকে আলতা ফড়িং চার নম্বরে এসে জায়গা করে নেয়। শুধু শুধু কম নম্বর পেয়ে হারিয়ে যাচ্ছে খড়কুটো, আপনি কি বলেন? তবে, দর্শকদের জন্য ভালো খবর এই যে খুব শীঘ্রই জলসার যাত্রাপথে দুটি নতুন ধারাবাহিক। সাহেবের চিঠি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে এবং আসছে এক্কা দোক্কা। অন্যদিকে জি বাংলায় শুরু হচ্ছে বোধিসত্ত্বের বোধবুদ্ধি। যাইহোক, এখন দেখে নিই বিগত সপ্তাহের টিআরপি লিস্ট।

১. ধুলোকণা – ৮.০
২. গাঁটছড়া – ৭.৯
৩. মিঠাই – ৭.৮
৪. আলতা ফড়িং – ৭.৭
৫. গৌরী এলো – ৭.৬
৬. লক্ষ্মী কাকিমা সুপারস্টার – ৭.৩
৭. অনুরাগের ছোঁয়া – ৬.৫ , উমা – ৬.৫
৮. এই পথ যদি না শেষ হয় – ৬.৩
৯. আয় তবে সহচরী – ৫.৭
১০. খেলনা বাড়ি – ৫.৭

১১. উড়ন তুবড়ি – ৫.৩
১২. পিলু – ৪.৪
১৩. গঙ্গারাম – ৪.০
১৪. গোধূলি আলাপ – ৩.৭
১৫. গুড্ডি – ৩.১
১৬. গ্রামের রানী বীণাপাণি – ৩.০
১৭. যমুনা ঢাকি – ২.৯
১৮. শিশু ভোলানাথ – ২.২
১৯. জয় গোপাল – ১.৯
২০. খেলাঘর -১.৮

টাটকা দুপুর

খড়কুটো – ২.৩
রাধাকৃষ্ণ – ২.১
আপনি কি বলেন – ১.৮

রিয়েলিটি শো

সা রে গা মা পা – ৬.৩
দিদি নং ১(রবিবার) – ৫.৩
Ismart Jodi – ৪.৪
রান্নাঘর – ১.২

Related Articles