Bengali SerialHoop Plus

TRP: জন্মাষ্টমীতে গোপাল কি করল হেলেপ! কত নম্বরে মিঠাই? রইলো টিআরপি তালিকা

বাংলার মানুষ কি আদৌ ধারাবাহিক দেখছে? কারণ, এখন সব থেকে বড় এন্টারটেইনমেন্ট হল পার্থ-অর্পিতা গসিপ এবং অনুব্রত-সুকন্যা কাহিনী। মানুষ একবার ৫০ কোটি টাকার খেল দেখছে, তো একবার গরু চোরের মজাদার খবর পড়ছে এবং দেখছে। টিভি বা সংবাদপত্র বা ডিজিট্যাল মাধ্যমে এই দুটো খবর চার ভাগে ভাগ হয়ে যেই কেলেঙ্কারি পরিবার তৈরি হয়েছে তাতে মিঠাই, গাঁটছড়া, একেবারে ধুলোর মতন উড়ে যেতে পারতো। কিন্তু, না। মানুষ দেখেছে। মানুষ যেমন খবরও দেখছে, রাগে জ্বলছে, তেমনই মানুষ আনন্দ উপভোগ করছে মিঠাই, খড়ি, আলতা, লক্ষ্মী কাকিমার গল্প দেখে। চলুন দেখে নিই, এই সপ্তাহে কে কত স্কোর করে এগিয়ে রইলো আর কে রইলো পিছিয়ে। দেখে নিন সাপ্তাহিক টিআরপি চার্ট (TRP Chart)।

১) মিঠাই – ৮.৩
২) গাঁটছড়া – ৮.১
৩) গৌরী এলো – ৮.০
৪) আলতা ফড়িং – ৭.৮
৫) লক্ষ্মী কাকিমা সুপারস্টার – ৭.৬
৬) ধুলোকণা – ৬.৭
৭) উমা – ৬.৫
৮) মন ফাগুন – ৬.৪
৯) অনুরাগের ছোঁয়া – ৬.৩
১০) এই পথ যদি না শেষ হয় – ৫.৮
১১) খেলনা বাড়ি – ৫.৬
১২) সাহেবের চিঠি – ৫.৪
১৩) লালকুঠি, বোধিসত্ত্বর বোধবুদ্ধি – ৫.০
১৪) পিলু – ৪.৫
১৫) নবাব নন্দিনী – ৪.৩
১৬) আয় তবে সহচরী – ৪.২
১৭) উড়ন তুবড়ি – ৩ ৯
১৮) গুড্ডি, গোধূলি আলাপ – ৩.৪
১৯) শিশু ভোলানাথ – ২.৪
২০)সাহেবের চিঠি – ২.০
২১)খেলাঘর – ১.৬

রিয়্যালিটি শো

দিদি নং ওয়ান (সানডে ধামাকা) – ৬.৬
সা রে গা মা পা – ৬.২
Dance Dance Junior – ৪.৮ [Opening]
দিদি No.1 S9 – ৩.২

Related Articles