whatsapp channel

TRP List: প্রথম স্থান ধরে রাখলো ‘মিঠাই’, হাড্ডাহাড্ডি লড়াইয়ে অপু-যমুনা, রইলো টিআরপি তালিকা

যেদিন থেকে রাণীমা বিগত হলেন সেদিন থেকে করুণাময়ী রাণী রাসমণি যেন পিছিয়ে গেলো, অন্যদিকে শ্যামা একা আর এটে উঠতে পারছে না এই টিআরপি'র লড়াইয়ে। অন্যদিকে, লীনা গঙ্গোপাধ্যায়ের গুনগুন ও ধূলোকণা…

Avatar

HoopHaap Digital Media

Advertisements
Advertisements

যেদিন থেকে রাণীমা বিগত হলেন সেদিন থেকে করুণাময়ী রাণী রাসমণি যেন পিছিয়ে গেলো, অন্যদিকে শ্যামা একা আর এটে উঠতে পারছে না এই টিআরপি’র লড়াইয়ে। অন্যদিকে, লীনা গঙ্গোপাধ্যায়ের গুনগুন ও ধূলোকণা এখন তলায় গিয়ে ঠেকেছে। তাহলে এগিয়ে কে?

Advertisements

সে আর বলতে? সিদ্ধার্থ ধরে নিল মিঠাই রাণীকে কে জেলে পাঠিয়েছে।দর্শক খুবই খুশি। অন্যদিকে তোর্সা ও সোমের একটা রসায়ন দেখানো হচ্ছে। গল্পের মোড় আরো চমকপ্রদ হতে চলেছে। এদিকে অপুর সঙ্গে সঙ্গে যমুনা তার ঢাকি নিয়ে হাজির দুই নম্বরে। চলুন, কথা না বাড়িয়ে দেখে নিন সপ্তাহের টিআরপি লিস্ট।

Advertisements

1.মিঠাই – 11.5
2.যমুনা ঢাকি ও অপরাজিতা অপু – 8.2
3.সর্বজয়া – 7.9
4.কৃষ্ণকলি – 7.8
5.খড়কুটো – 7.5
6.ধুলোকণা – 7.2
7.রানী রাসমণি – 7.1
8.কড়ি খেলা – 6.6
9.মহাপীঠ তারাপীঠ ও এই পথ যদি না শেষ হয় – 6.4
10.শ্রীময়ী – 6.3

Advertisements

11.মন ফাগুন – 6.2
12.বরণ – 6.1
13.খেলাঘর – 5.7
14.গঙ্গারাম – 5.6
15.দেশের মাটি – 5.5
16.রিমলি – 4.8
17.গ্রামের রাণী বীণাপাণি – 4.3
18.শ্রীকৃষ্ণ ভক্ত মীরা – 4.1
19.জীবন সাথী – 3.9
20.ফেলনা – 3.0
21.রাধাকৃষ্ণ – 2.9
22.মোহর – 2.6
23.মঙ্গলময়ী সন্তোষী মা – 2.5
24.ধ্রুবতারা – 2.2
25.সাঁঝের বাতি – 2.0
26.তিতলি – 1.7
27.জয় হনুমান – 1.0

Advertisements

রিয়্যালিটি শো গুলি কম যায় না। শনি রবি মানেই বাংলার জনতার কাছে এন্টারটেইনমেন্ট এন্টারটেইনমেন্ট আর এন্টারটেইনমেন্ট। জিৎ-শুভশ্রী আছে মানেই নাচের শো হিট। মাঝে মধ্যে শ্রাবন্তী এসে নাচের অনুষ্ঠানের গ্ল্যামার আরো কিছুটা বাড়িয়ে দেন। সম্প্রতি শ্রাবন্তী শুভশ্রী একইসঙ্গে রামলীলা সঙ্গীতে পারফর্ম করেন। দর্শকদের কাছে সমালোচিত হলেও সকলেই হাসতে হাসতে তা উপভোগ করেছেন। পাশাপাশি গানের শোটিও জমজমাট। দিদি একটু পিছিয়ে গেলেও এখনো বিকেল মানেই রচনা ব্যানার্জী।

1.ড্যান্স বাংলা ড্যান্স – 6.6
2.সুপার সিঙ্গার 3 – 4.9
4.দিদি নাম্বার ওয়ান – 3.4
5.রান্নাঘর – 1.4

whatsapp logo
Advertisements
Avatar
HoopHaap Digital Media