Bengali SerialHoop Plus

TRP: লড়াই জারি রাখলো ‘জগদ্ধাত্রী’, গৌরীকে টেক্কা দিল ফড়িং, প্রথম স্থান অন্য কারোর দখলে!

সম্প্রচার শুরু হওয়ার পর থেকেই অন্যরকম গল্পের কারণে দর্শকদের মন জয় করতে সক্ষম হয়েছিল স্টার জলসার ‘ধুলোকনা’ (Dhulokona) ধারাবাহিকটি। লালন ফুলঝুরির (Lalon-Fuljhuri) গল্প বেশ ভালোই পছন্দের হয়ে উঠেছিল দর্শকদের কাছে। আর এবার ফের টিআরপির নিরিখে শীর্ষস্থানে ফিরে এল ধারাবাহিকটি। দ্বিতীয় স্থানে জি বাংলার ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’। তৃতীয় স্থানে নেমে এল স্টার জলসার ধারাবাহিক অনুরাগের ছোঁয়া। চতুর্থ স্থানে রইল স্টার জলসার ধারাবাহিক ‘আলতা ফড়িং’। পঞ্চম স্থানে এল জি বাংলার ধারাবাহিক ‘গৌরী এলো’।

এদিকে ষষ্ঠ স্থানে নেমে এল স্টার জলসার ‘গাঁটছড়া’ ধারাবাহিক। সপ্তম স্থানে জায়গা করে নিল স্টার জলসার আরেক ধারাবাহিক ‘সাহেবের চিঠি’।অষ্টম স্থানে যুগ্মভাবে স্টার জলসার ধারাবাহিক ‘এক্কা দোক্কা’ এবং ‘মাধবীলতা’। নবম স্থান দখল করল স্টার জলসার ধারাবাহিক ‘নবাব নন্দিনী’। এদিকে দশম স্থানে নেমে এল জি বাংলার একসময়ের পপুলার ধারাবাহিক ‘মিঠাই’। একাদশ স্থানে এল জি বাংলার ধারাবাহিক ‘খেলনা বাড়ি’। একনজরে দেখে নেওয়া যাক কোন ধারাবাহিক রেটিংয়ের দিক থেকে কোন স্থানে রইল।

(১) ধুলোকণা- ৭.৮
(২) জগদ্ধাত্রী-৭.৭
(৩) অনুরাগের ছোঁয়া- ৭.৬
(৪) আলতা ফড়িং- ৭.১
(৫) গৌরী এলো- ৬.৯

(৬) গাঁটছড়া- ৬.৭
(৭) সাহেবের চিঠি- ৬.৬
(৮) এক্কা দোক্কা ও মাধবীলতা-৬.৪
(৯) নবাব নন্দিনী- ৬.৩
(১০) মিঠাই- ৬.২

(১১) খেলনা বাড়ি- ৬.০
(১২) লক্ষ্মী কাকিমা- ৫.৯
(১৩) হরগৌরী পাইস- ৫.৫
(১৪) এই পথ যদি না শেষ হয়-৪.৯
(১৫) পিলু-৪.৮

(১৬) গুড্ডি-৪.১
(১৭) লালকুঠি- ৪.০
(১৮) বোধিসত্ত্বর বোধবুদ্ধি-৩.৪
(১৯) গোধূলি আলাপ ও উড়ন তুবড়ি- ৩.৩
(২০) শিশু ভোলানাথ- ২.১
(২১) রাধাকৃষ্ণ- ১.৬

রিয়েলিটি শো

(১) দিদি নং ওয়ান- ৫.১
(২) সারেগামাপা- ৫.০
(৩) ডান্স ডান্স জুনিয়র- ৪.৭
(৪) রান্নাঘর- ০.৯