Skin Care Tips: ত্বক হবে দুধের মতো ফর্সা, বাড়িতে বানিয়ে মেখে ফেলুন এই ফেসপ্যাক
ত্বক ফর্সা হওয়ার জন্য আমরা কত কিছুই না করে থাকি, কিন্তু আমরা জানি না যে বাড়িতে থাকা কয়েকটি সহজ সরল উপাদান দিয়ে সহজে ত্বক ফর্সা হয়। Hoophaap এর পাতায় চলুন দেখি নিন ত্বক ফর্সা হওয়ার জন্য সহজ পাঁচটি ফেসপ্যাক।
১) ২ টেবিল চামচ বেসন, ২ টেবিল চামচ চালের গুঁড়া, ১ টেবিল-চামচ অ্যালোভেরা জেল, ১ টেবিল চামচ কাঁচা দুধ খুব ভালো করে মিশিয়ে নিন। এটি ৭ দিন পর পর লাগালে ত্বক অনেক বেশি উজ্জ্বল হয়ে যাবে।
২) ৩ টেবিল চামচ কফি পাউডার, ৫ টেবিল চামচ কাঁচা দুধ, ১ টেবিল চামচ মধু ভালো করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি পরপর সাতদিন যদি লাগাতে পারেন তাহলে তোকে একেবারে দুধের মতন ফর্সা হয়ে যাবে।
৩) ৬ টেবিল চামচ কাঁচা দুধ, ১ টেবিল চামচ গোলাপজল, ১ টেবিল চামচ পাতিলেবুর রস এবং এক টেবিল-চামচ আটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে মিশ্রণটি পরপর সাতদিন ব্যবহার করুন।
৪) তিন টেবিল চামচ চালের গুঁড়া, ২ টেবিল চামচ কফি পাউডার, এক টেবিল চামচ জল ঝরানো টক দই এবং একটি পুরো পাতিলেবুর রস মুখের মধ্যে ভালো করে লাগিয়ে রাখতে হবে কিছুক্ষণ পরে ঠাণ্ডা জলে ধুয়ে নিন।
৫) ২ টেবিল চামচ ভাতের ফ্যান ১ টেবিল চামচ চালের গুঁড়া ৩ টেবিল চামচ চটকানো ভাত এবং একটি পাকা কলা ও পরিমাণমতো কাঁচা দুধ ভাল করে মিশিয়ে নিন। এই মিশ্রণটি সপ্তাহের ৭ দিন পর পর লাগাতে পারেন দেখবেন আপনার ত্বক কত সুন্দর হয়ে গেছে।