Hoop Viral

Viral Photo: বিয়ের মন্ডপে লুডো খেলতে ব্যস্ত বর, ঝড়ের গতিতে ভাইরাল ছবি

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিয়ের কত ভিডিওই না ভাইরাল হয়, গায়ে হলুদ থেকে শুরু করে ফুলশয্যা সব জায়গাতেই নানান রকম মজাদার ভিডিও করতে ব্যস্ত থাকেন, বাড়িতে আসা নিমন্ত্রিত অতিথিরা। সম্প্রতি একটি ভিডিও ইনস্টাগ্রাম এর মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বর বাবাজি বিয়ে না করে, তার আগে বন্ধুদের সঙ্গে একটু লুডো খেলে নিচ্ছে। তবে কি বউয়ের থেকে বন্ধুত্বের দাম বেশি?

লাইফে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়াই যেন, এক অসাধারণ অভিজ্ঞতা, বিয়ের পরে হয়তো পুরোটা এইভাবে আড্ডা মারা যায় না, কিন্তু অনেক সময় যদি বন্ধুদের মধ্যেই বিয়ে হয়ে থাকে তাহলে বিষয়টা কিন্তু মন্দ হয় না, কিন্তু ভিডিওটিতে দেখা যাচ্ছে, বন্ধুত্বের এই অসাধারণ মুহূর্ত। বন্ধুদের সঙ্গে মজার সময় কাটানোর মধ্যে একটা অদ্ভুত অনুভূতি আছে, কিন্তু তা বলে বিয়ে করতে যাওয়ার আগে লুডো খেলা, এটা কি বর বাবাজি ঠিক করছে? বউ জানতে পারলে ঠিক ভাবে মেনে নেবে তো?

ছবিটি সোশ্যাল মিডিয়ায় রীতি মতন ভাইরাল হয়েছে, আর দেওয়ার সাথে সাথেই না অনেকেই নানান রকম কমেন্ট করেছেন। কেউ কেউ কমেন্ট করেছেন, ‘তদিদং পুটায় নমঃ’। আবার কেউ কেউ লিখেছেন, ‘বর জিন্দাবাদ, জিও জিও’। আপনি কি ছবিটা দেখতে ভুলে গেছেন অথবা চোখে পড়েনি? আমাদের Hoophaap এর পাতায় একবার দেখে ফেলুন অসাধারণ সেই ছবিটি।