Business Idea: বাড়ি থেকেই শুরু করুন এই ৩ কাজ, অনায়াসে বেরিয়ে আসবে সংসার খরচ
দিন প্রতিদিন মানুষের জীবনে অনেক পরিবর্তন ঘটেছে। বিগত পাঁচ বছর আগের থেকে এখন মানুষের জীবনধারা অনেক বেশি বদলে গিয়েছে। সেই সঙ্গে বেড়েছে সাংসারিক খরচও। বলা বাহুল্য, এখন একটি ‘মাইক্রো-ফ্যামিলি’তেও একজনের উপার্জনে সংসার চলে না। তাই পরিবারের একজন চাকরি করলেও তিনি আবার অন্য উপার্জনের পথ খুঁজতে থাকেন। আর এই কারণেই বাড়ির মধ্যে বসেই ছোটখাটো ব্যবসা শুরুর কথা ভাবছেন অনেকেই। অনেকে যদিও এই ধরণের ব্যবসা শুরুও করে দিয়েছেন ইতিমধ্যে।
কিন্তু ব্যবসা শুরুর কথা ভাবা আর ব্যবসা শুরু করার মধ্যে একটা বিস্তর ফারাক রয়েছে। কারণ একটি ব্যবসা শুরু করতে গেলে অনেকগুলি বিষয় আগে থেকে ভেবে রাখতে হয়। তবে সেইসব বিষয় ভেবেচিন্তে পরিকল্পনা করেও সঠিক কাঠামোর অভাবে অনেক ব্যবসা মাঝপথে ডুবে যায়। তবে এই প্রতিবেদনে আপনার জন্য এমন কয়েকটি ব্যবসার সন্ধান রয়েছে যা আপনি স্বল্প বিনিয়োগ করেই শুরু করতে পারবেন।
■ রকমারি মিষ্টি ব্যবসা: বাড়িতে অনেকেই বিস্কুট, কেক, কুকিজ বা নানা ধরণের শুকনো মিষ্টি বানিয়ে থাকেন। এবার এইসব জিনিস বিক্রি করেও ভালো টাকা উপার্জনের সুযোগ রয়েছে। এর জন্য আলাদা করে দোকান খোলার কোনো ঝক্কি নেই। শুধুমাত্র কমার্শিয়াল কোনো ওয়েবসাইটে একটি জেলার অ্যাকাউন্ট খুলে সেখান থেকে বিক্রি করতে পারেন। খাবার ভালো হলে এই ব্যবসা থেকে ভালো মুনাফা আসতে পারে। আবার দোকান খুলতে পারলে তা থেকে আরো বেশি রোজগার করার সুযোগ থাকবে।
■ পোষ্য প্রাণীদের যত্ন: এখন অনেকেই বছরে একবার বা দুবার বাইরে বেড়াতে যেতে পছন্দ করেন। তবে সেক্ষেত্রে তাদের মূল বাধা হয়ে দাঁড়ায় বাড়িতে থাকা পোষ্যরা। কারণ পোষ্যদের নিয়ে বাসে, ট্রেনে বা এরোপ্লেন ট্রাভেল করা যায়না। তাই এই কয়েকদিন পোষ্যদের খেয়াল রাখার জন্য অনেকেই ‘এনিমেল হাজবেন্ডারি সেন্টার’ খুলে থাকেন। এরকম প্রতিষ্ঠান আপনিও খুলতে পারেন। এতে মোটা টাকা রোজগার করা যায়।
■ বয়স্ক মানুষদের সেবাযত্ন করা: বর্তমান সময়ে অনেক মাইক্রো পরিবারেও স্বামী-স্ত্রী সহ সকলেই প্রায় কর্মরত থাকেন। তাই বাড়িতে বয়স্ক কোনো মানুষ থাকলে তাকে ২৪ ঘন্টার জন্য যত্ন করার বিষয়ে সমস্যার সৃষ্টি হয়। অনেকেই আজকাল এর জন্য সহায়ক খোঁজেন। আপনি এই ধরণের কাজ শিখে মোটা টাকা রোজগার করতে পারবেন। এই কাজটিও ভালো এবং পুণ্যের কাজ।