অসাধারণ সাজে সেজে উঠেছে চন্দননগরের আদি মা
চন্দননগর হল হুগলির একটি অন্যতম গুরুত্বপূর্ণ শহর। এই শহরের ঐতিহাসিক তাৎপর্য রয়েছে। চন্দননগর মানে দুটো শব্দ ভেসে ওঠে একটি হলো জলভরা সন্দেশ অন্যটি হলো জগদ্ধাত্রী পুজো।
জগদ্ধাত্রী পুজো এখানে দুর্গাপুজোর মতোই সমান ভাবে পালিত হয়। দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষের আগমন ঘটে চন্দননগরে। ইন্দ্রনারায়ন চাউল পট্টিতে চালের ব্যবসা শুরু করেন এবং অল্পদিনের মধ্যেই তার বেশ খ্যাতি অর্জন হয়।
এই ইন্দ্রনারায়ন এর পরিবারের নামের সঙ্গে যুক্ত আছে চাউল পট্টি আদি মা জগদ্ধাত্রী পুজো। লক্ষীগঞ্জ বাজার এর পিছন দিকে শিববাটি ঘাটের পাশেই এই মায়ের স্থায়ী মন্ডপ প্রতিষ্ঠিত হয়েছে। আনুমানিক ৩০০ বছরের প্রাচীন এই পুজো।
চুঁচুড়া, চন্দননগর, হুগলি সহ আশেপাশের অঞ্চল থেকে ভক্তরা বেনারসি শাড়ি দান করে ‘আদি মা’কে। তবে শুধু শাড়ি নয় ভক্তরা ভালোবেসে মাকে দান করেন নানান গয়নাগাটি। প্রত্যেক বারের মতো এবারেও জগদ্ধাত্রী পুজোয় আদি মা যে উঠেছে নতুন সাজে। অষ্টমী সাজে অসাধারণ রূপ এই আদি মায়ের। ডাকের সাজে সেজে উঠেছে আদিমা।