Hoop VideoHoop Viral

চুড়ি বিক্রির বাহানায় বিবাহিতা মহিলাদের সঙ্গে কুকর্ম, নির্লজ্জতার সীমা অতিক্রম করলো এই ওয়েব সিরিজ

বর্তমান সময়ে দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্ম। ‘হট’ এবং ‘বোল্ড’ দৃশ্য দিয়ে সাজানো আজকালকার প্রায় সব ওয়েবসিরিজ। তবে সম্প্রতি গোপনে জনপ্রিয়তা লাভ করছে বেশিরভাগ ‘ইরোটিক’ ওয়েবসিরিজ। এগুলি এমন গল্প ও দৃশ্যপট দিয়ে সাজানো হয়, যা মানুষের একান্ত সময়ের সঙ্গী হতে পারে। এই প্রতিবেদনে এমনই এক ওয়েবসিরিজের কথা হবে, যা দেখতে গেলে আপনাকে বাড়ির মধ্যেই ‘প্রাইভেসি’ খুঁজতে হবে।

সম্প্রতি এরকম আবেদনশীল ওয়েবসিরিজ নিয়ে মানুষের মধ্যে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। দর্শকদের মধ্যে এমন সব গল্প নিয়ে উন্মাদনা বৃদ্ধি পাচ্ছে উত্তরোত্তর। এরকম ওয়েবসিরিজ বানিয়ে ইতিমধ্যে জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে ‘উল্লু’, ‘এমএক্স অনলাইন’, ‘অলট বালাজি’ প্রভৃতি ওটিটি প্ল্যাটফর্মের। এইসব প্ল্যাটফর্ম গোপনে জনপ্রিয় হয়ে উঠেছে ক্রমশ। আর এবার এমনই এক ওয়েবসিরিজ রিলিজ হতেই সাড়া পড়ল সামাজিক মাধ্যমে। আর ‘উল্লু’ প্ল্যাটফর্মের এই সিরিজ এখন বিখ্যাত হয়েছে গোপনেই।

বিগত সময়ে দর্শকদের মধ্যে গোপনে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে ‘উল্লু’ ওটিটি প্ল্যাটফর্মের একটি ওয়েবসিরিজ। এই সিরিজটির নাম হল ‘চুড়িওয়ালা’। এই সিরিজেও গল্প একটু অন্যরকম। ভারতের গ্রাম্য ঘিরে তৈরি সিরিজের গল্প। একটি গ্রামে এক চুড়িওয়ালা চুড়ি সহ সব ধরণের মহিলাদের জুয়েলারি বিক্রি করে বাড়ি বাড়ি গিয়ে। এর মাঝেই তার সুঠাম দেহের গঠনে তার প্রতি আকৃষ্ট হয় তিন মহিলা- সংগীতা, কাজরি এবং ভুরি। তারপর এক এক করে তিনজনই তার সাথে বিছানায় কুকর্ম করে। কিন্তু ওই চুড়িওয়ালার চরিত্র ফাঁস হয়ে যেতেই গল্পে আসে এক গুরুত্বপূর্ণ মোড়।

এই ওয়েব সিরিজে অভিনয় করেছেন অভিনেত্রী আলিয়া নাজ, পল্লবী দেবনাথ ও অঙ্কিতা ভট্টাচার্যর মতো জনপ্রিয় ওটিটি অভিনেত্রীরা। তাদের বোল্ড বেড সিন দৃশ্য দেখে রাতের ঘুম উড়বে আপনারও। এছাড়াও এই সিরিজের গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে অক্ষয় মিলিন্ড, বিনোদ সিং’দের। সিরিজের চটুল কিছু ডায়লগ মন জয় করেছে দর্শকদের। তাই বিগত বছর রিলিজ হওয়া এই সিরিজ এখনো অব্দি ট্রেন্ডিংয়ে রয়েছে।