Viral: ‘পিন্দারে পলাশের বন’, গ্রাম্য পরিবেশে সাঁওতাল সাজে অসাধারণ নৃত্য পরিবেশন সুন্দরী যুবতীর, নেটদুনিয়ায় প্রশংসার ঝড়
সোশ্যাল মিডিয়ার নানা প্লাটফর্ম খুলে আমরা কত রকমের নাচ না দেখতে পাই কখনো নাচের সঙ্গে পাশ্চাত্যের ফিউশন, কখনো আবার বাংলার খাঁটি মাটির সোঁদা গন্ধে নাচা সেই লোকসংগীত এর সাথে নাচ। এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে লোকসঙ্গীতকে সোশ্যাল মিডিয়া কোথায় নিয়ে গেছে, একেবারে বিশ্বের দরবারেও কিন্তু লোকসংগীত এবং লোকনৃত্য পরিবেশন করা হয়।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিও ইউটিউব চ্যানেলের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। এই ইউটিউব চ্যানেলের নাম ‘ডান্স ষ্টার মৌ’। ‘পিন্দারে পলাশের বন’ এই অসাধারণ লোকসঙ্গীতের সঙ্গে নাচ পরিবেশন করেছেন।
নাচটি সকলের জানা, গানটা হয়তো অনেকেই জানেন। কিন্তু বলবেন নাচকে সকলে দেখেছেন, হ্যাঁ মৌমিতার কিন্তু ইউটিউবে ফ্যান ফলোয়ার্স প্রচুর রয়েছে। তাই তারএই গানটি শোনার সঙ্গে সঙ্গে অবশ্যই মৌমিতার নাচ দেখুন। পরনে কালো রঙের ঢাকাই শাড়ি মাথায় গোজা ফুল, এছাড়া তার অলংকার এও রয়েছে অসাধারণ মানানসই সাজগোজ। এক বছর আগে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয় পৌঁছে গেছে প্রায় তিন লক্ষ মানুষের কাছে। তাহলেই বুঝতে পারছেন যুবতীর ফ্যান ফলোয়ার্স সংখ্যা ঠিক কতখানি। একেবারে যেন আপনি বর্ষাকালে বসন্তের একটা ছোঁয়া পেতে পারেন এই নাচটি দেখার পরে। Hoophaap এর পাতায় দেখে নিন অসাধারণ ভিডিও –