whatsapp channel

সম্পর্ক ভুলে বৌমার সঙ্গে ঘনিষ্ঠ হলেন শ্বশুর, ভুলেও হেডফোন ছাড়া এই সিরিজ দেখবেন না

বর্তমান সময়ে বিনোদন জগৎকে মোবাইলে বন্দি করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্ম। 'হট' এবং 'বোল্ড' দৃশ্য দিয়ে সাজানো হয় আজকালকার প্রায় সব ওয়েবসিরিজ। তবে সম্প্রতি গোপনে জনপ্রিয়তা…

Debaprasad Mukherjee

Debaprasad Mukherjee

Advertisements
Advertisements

বর্তমান সময়ে বিনোদন জগৎকে মোবাইলে বন্দি করে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে বেশ কিছু ওটিটি প্ল্যাটফর্ম। ‘হট’ এবং ‘বোল্ড’ দৃশ্য দিয়ে সাজানো হয় আজকালকার প্রায় সব ওয়েবসিরিজ। তবে সম্প্রতি গোপনে জনপ্রিয়তা লাভ করছে বেশিরভাগ ‘ইরোটিক’ ওয়েবসিরিজ। এগুলি এমন গল্প ও দৃশ্যপট দিয়ে সাজানো হয়, যা মানুষের একান্ত সময়ের সঙ্গী হতে পারে। এই প্রতিবেদনে এমনই এক ওয়েবসিরিজের কথা হবে, যা দেখতে গেলে আপনাকে অবশ্যই একা থাকতে হবে।

Advertisements

সম্প্রতি এরকম আবেদনশীল ওয়েবসিরিজ নিয়ে মানুষের মধ্যে আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। দর্শকদের মধ্যে এমন সব গল্প নিয়ে উন্মাদনা বৃদ্ধি পাচ্ছে উত্তরোত্তর। এরকম ওয়েবসিরিজ বানিয়ে ইতিমধ্যে জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে ‘উল্লু’, ‘এমএক্স অনলাইন’, ‘অলট বালাজি’ প্রভৃতি ওটিটি প্ল্যাটফর্মের। এইসব প্ল্যাটফর্ম গোপনে জনপ্রিয় হয়ে উঠেছে ক্রমশ। আর এবার এমনই এক ওয়েবসিরিজের ট্রেলার লঞ্চ হতেই সাড়া পড়ল সামাজিক মাধ্যমে। ট্রেলারেই মাত হল আসন্ন এই সিরিজ।

Advertisements

আর এবার নজর কাড়ছে ‘হান্টার্স’ ওটিটি প্ল্যাটফর্মের ওয়েবসিরিজ ‘দেবিকা’। এই সিরিজটি সাজানো হয়েছে সাহসী সব দৃশ্য দিয়ে। মুহূর্তে মুহূর্তে রয়েছে অন্তরঙ্গতা। এই সিরিজে এক কামুক পুরুষের গল্প দেখানো হয়েছে। সিরিজের শুরুতেই দেখানো হয়েছে যে এক যুবক তার প্রেমিকাকে তার বাড়িতে নিয়ে আসে। কিন্তু বাড়িতে সেই যুবতী আসায় তার ফুটন্ত যৌবনের উপর কুনজর পড়ে তর যুবকের বাবার। সে স্বপ্নে তাকে নয় শারীরিক খেলায় মেতে যেতে থাকে। এরপর ওই যুগলের বিয়ে হয় এবং তারপরেই বৌমার সঙ্গে কুকীর্তি করে শ্বশুর। অন্যদিকে লাজলজ্জার মাথা খেয়ে ওই যুবতীও একসাথে বাবা ও ছেলেকে শারীরিক তৃপ্তি প্রদান করতে থাকে। আর এভাবেই সিরিজের গল্পে ক্লাইম্যাক্স টেনেছেন নির্মাতারা।

Advertisements

এই সিরিজে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী আয়ুশি জয়সওয়াল। এছাড়াও আরো একাধিক চরিত্রে দেখা গেছে খুশি মুখার্জী ও স্বপ্নাকে। এই সিরিজটি ‘হান্টার্স’ ওটিটি এপ্লিকেশনে উপলব্ধ। তবে সিরিজটি দেখতে হলে আপনাকে অবশ্যই এই এপ্লিকেশনের সাবস্ক্রাইবড কাস্টোমার হতে হবে।

Advertisements

whatsapp logo
Advertisements
Debaprasad Mukherjee
Debaprasad Mukherjee

Hoophaap-এর সম্পাদক দেবপ্রসাদ বিগত কয়েক বছর যাবৎ সাংবাদিকতার সঙ্গে যুক্ত। ডিজিটাল মিডিয়ার হাত ধরেই সাংবাদিকতায় হাতেখড়ি। রাজনীতি, বিনোদন, খেলাধুলা, লাইফস্টাইল, প্রযুক্তি প্রভৃতি সব ধরণের খবরের উপস্থাপনার কাজে যথেষ্ট সাবলীল। নিউজ ডেস্ক ছাড়াও রয়েছে ভিডিও এডিটিং এবং ক্যামেরার পিছনে বিচিত্র অভিজ্ঞতা