Hoop PlusReality show

Dipanwita Kundu: আবারও ‘ডান্স বাংলা ডান্স’-এ ফিরতে চলেছে ‘পান্তা ভাতের কুন্ডু’!

জি বাংলার বিখ্যাত ডান্স রিয়েলিটি শো ‘ডান্স বাংলা ডান্স’ সম্প্রচার শুরুর আগে থেকেই শো ঘিরে উঠে আসছে একের পর এক নতুন চমক। ‘ডান্স বাংলা ডান্স’-এ প্রথমবার বিচারকের আসনে দেখা যাবে মৌনি রায় (Mouni Roy)-কে। বলিউড তারকা মৌনি এর আগে কয়েকটি রিয়েলিটি শোয়ে বিশেষ অতিথি হয়ে এলেও এই প্রথমবার তাঁকে দেখা যেতে চলেছে বিচারকের আসন অলঙ্কৃত করতে। ‘ডান্স বাংলা ডান্স’-এর নতুন সিজনে দীর্ঘ দশ বছর পর মহাগুরুর সিংহাসনে আসীন সুপারস্টার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। এবারে আসতে চলেছে আরও একটি চমক যা দর্শকদের আরও একবার আক্রান্ত করতে চলেছে নস্টালজিয়ায়। ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে ফিরতে চলেছেন ‘পান্তাভাতে কুন্ডু’।

দর্শকদের প্রিয় ‘পান্তাভাতে কুন্ডু’ -র প্রকৃত নাম দীপান্বিতা কুন্ডু (Dipanwita Kundu)। 2010 সালে ‘ডান্স বাংলা ডান্স জুনিয়র’-এর মঞ্চে আত্মপ্রকাশ করেছিলেন দীপান্বিতা। চার বছর বয়সের একরত্তি দীপান্বিতা সকলের নজর কেড়েছিলেন। পুতুলের মতো ছোট্ট মেয়েটিকে মিঠুন নাম দিয়েছিলেন ‘পান্তাভাতে কুন্ডু’। এরপর গঙ্গা দিয়ে অনেক জল গড়িয়ে গিয়েছে। সেদিনের দীপান্বিতা বর্তমানে রীতিমত টিনএজার। রান্না করতে ভালোবাসেন তিনি। লকডাউনের সময় একটি ইউটিউব চ্যানেল খুলেছিলেন দীপান্বিতা। সেই ইউটিউব চ্যানেলে প্রায়ই রান্নার নিত্যনতুন রেসিপি আপলোড করেন তিনি।

তবে পাশাপাশি বাদ যায় না নাচের ভিডিও। দীপান্বিতার নাচের ভিডিও ইউটিউবের গন্ডি ছাড়িয়ে প্রায়শই ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। বর্তমানে ষোল বছর বয়স দীপান্বিতার। দীর্ঘ বারো বছর পর আবারও মহাগুরুর সামনে প্রতিযোগী হিসাবে ‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে নৃত্য পরিবেশন করবেন দীপান্বিতা।

আগামী 11 ই ফেব্রুয়ারি থেকে প্রতি শনিবার ও রবিবার রাত সাড়ে ন’টায় সম্প্রচারিত হতে চলেছে ‘ডান্স বাংলা ডান্স’-এর বারো নম্বর সিজন।

Related Articles