Hoop Life

Lifestyle: ৫ পশু: দীপাবলীর রাতে দেখলেই হবে কেল্লাফতে, জীবন যাবে পাল্টে

আমাদের আশেপাশে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটে যার কোনরকম কিছু ব্যাখ্যা বিজ্ঞান দিতে পারে না। তাই বিজ্ঞানকে যদি এই সমস্ত অলৌকিক ঘটনার প্রশ্ন করা হয় তাহলে সে বলবে এগুলো নিতান্তই কুসংস্কার। কিন্তু আপনি নিজেও জানেন না যে কোন কুসংস্কার কেন হচ্ছে আর কোন ঘটনা আপনার চারপাশে কেন ঘটছে ঠিক তেমনি দীপাবলীর দিনে আপনি যদি এই পতঙ্গ বা এই পশু গুলোকে আপনার চোখের সামনে দেখতে পান, তাহলে আপনার জীবনে তারা শুভ, অশুভ দুই রকমেরই বার্তা বয়ে আনতে পারে।

আপনাকে সবার আগে জেনে নিতে হবে যে কোন পশু দেখা বা কোন পতঙ্গ দেখা আপনার জন্য শুভ। অনেকেই এগুলো বিশ্বাস করেন না, কিন্তু একবার মেনে দেখতে পারেন যারা একেবারেই বিশ্বাস করেন না, তাদের জন্য এই লেখাটি নয়, কিন্তু যারা বিশ্বাস করেন তারা দেখবেন যে আপনার জীবনে এই পশুগুলো বা এই পতঙ্গ গুলো ঠিক কতখানি গুরুত্ব রয়েছে।

১) প্রথমেই যে পশুটির কথা বলতে হয় সেটা ছুঁচো। দীপাবলীর দিন আপনি যদি একে দেখতে পান, তাহলে এটি কিন্তু আপনার জীবনে শুভ বার্তা বয়ে আনবে অর্থ-সম্পদে ভরিয়ে দেবে।

২) এরপরে যে পশুটির কথা বলতে হয় সেটি আপনাদের অত্যন্ত প্রিয় পশু সেটি হল বিড়াল। দীপাবলীর রাতে আপনি যদি বিড়াল দেখতে পান, তাহলে বুঝবেন আপনার ঘরের মা লক্ষ্মীর আগমন হবে। অর্থনৈতিক সমস্ত সম্পর্ককে আপনি নিমেষে কাটিয়ে উঠতে পারবেন।

৩) এরপরে যে পোষ্য আপনার বাড়িতে সারাক্ষণ থাকে, কিন্তু দীপাবলীর দিন যদি আপনি একে হঠাৎ করেই দেখে ফেলেন তাহলেই বুঝবেন, আপনার অর্থ পাওয়ার ভাগ্য আছে এটি হল টিকটিকি।

৪) দীপাবলির দিন ঘরে, কালো পিঁপড়ে থাকা অনেক শুভ লক্ষণ কে বোঝায়। তাই এই দিন যদি হঠাৎ করে দেখেন আপনার ঘরে বা আপনার বাড়ির চারপাশে কালো পিঁপড়ের আনাগোনা বেড়ে গেছে, চিন্তা করবেন না, আপনার জন্য শুভ বার্তা বয়ে আনবে।

৫) দীপাবলির রাতে পেঁচা দেখতে পাওয়া ভীষণ উপকারী, এই পেঁচা আপনার জীবনের শুভ বার্তা বয়ে আনবে। কারণ পেঁচা মা লক্ষ্মীর বাহন, তাই রাত্রিবেলা যদি পেঁচা দেখতে পান তাহলে বুঝতেই পারছেন, এটি আপনার জন্য কতখানি শুভ হবে।

Disclaimer: বাস্তুবিদদের পরামর্শ ও মতামতের ভিত্তিতে প্রতিবেদনটি লেখা হয়েছে। ব্যক্তিবিশেষে এর ফল ভিন্ন হতে পারে।