Lifestyle: বাড়ির বাগানে এই পাঁচটি গাছ থাকলে আজই সরিয়ে ফেলুন, নাহলে বাড়তে পারে সাপের উপদ্রব
আপনি কি বাগান করতে খুব ভালোবাসেন? তাহলে বাড়ির আশেপাশে লাগিয়ে ফেলতে পারেন বেশ কয়েকটি গাছ। এমন কিছু কিছু গাছ আছে যেগুলো আপনাকে একেবারে নানা রকম ভাবে বিপর্যস্ত করে তুলতে পারে, আমরা অনেক সময় বুঝতে পারি না। এই ৫ গাছ আপনি বাগানে কিছুতেই রাখতে পারেন না। কারণ এই পাঁচটি গাছ যদি আপনি বাগানে রাখেন, তাহলে সাপের উপদ্রব অনেকাংশ বেড়ে যায়।
আপনিও নিশ্চয়ই কখনোই চাইবেন না যে বাগান সাজাতে গিয়ে বিপদকে ডেকে আনতে। তাই অবশ্যই বাগান যদি করেন, বাগানের মধ্যে এই গাছগুলো কখনোই রাখবেন না, বিশেষ করে ঘরের আশেপাশে তো নয়ই। তাহলে আপনার জীবনে বিপদ ঘনিয়ে আসবে, তাই আর দেরি না করে জটপট দেখে নিন কোন পাঁচটি গাছ।
১) বেল- প্রথমেই যে গাছটির কথা বলব তা হলো বেলফুলের গাছ। বেল ফুল থেকে খুব সুন্দর মিষ্টি গন্ধ বেরোয় আর সেই মিষ্টি গন্ধের টানে টানেই কিন্তু আপনার বাড়ির চারপাশে চলে আসতে পারে সাপ। তাই যদি একান্তভাবেই এই গাছ লাগাতে হয় খুব সাবধানে বুঝে শুনে লাগাবেন।
২) জুঁই- এরপরে যে গাছটির নাম আছে, সেটি হল জুঁই ফুলের গাছ। বেল ফুলের গাছের সঙ্গে জুঁই ফুলের গাছ কিন্তু ওই একই কারণে সাপেদের আকৃষ্ট করে। তাই খুব বুঝে শুনে জায়গা বুঝে এই গাছও লাগাতে হবে, নাহলে কিন্তু বিপদ বেড়ে যেতে পারে।
৩) মাধবীলতা- এরপরে যে গাছটির কথা বলতেই হয় সেটি হল মাধবীলতা ফুলের গাছ। এই মাধবীলতা ফুল থেকেও কিন্তু ভীষণ মিষ্টি গন্ধ বেরোয়। আর সবচেয়ে বড় কথা হলো আমরা অনেক সময় এই গাছকে মাটিতে পুঁতে ঘর বেয়ে একেবারে ছাদে তুলে দি। এই গাছ যেহেতু লতানে হয় তাই দেখতে ভীষণ সুন্দর লাগে। সাপেদের পক্ষেও এই গাছ বেয়ে উপরে উঠতে অনেক সুবিধা হয়।
৪)ঝাউগাছ – অনেকেই আমরা বাগান কিংবা ছাদ সাজানোর জন্য ব্যবহার করে থাকি ঝাউ গাছ। যদি টবের মধ্যে ছোট ঝাউ গাছ হয়, তাহলে কোন অসুবিধা নেই। কিন্তু বাগানে যদি বড় বড় ঝাউগাছ রাখেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে কারণ ঝাউ গাছ সাপেদের ভীষণ জায়গা।
৫)কামিনী- বাগানে কখনো কামিনী ফুলের গাছ রাখবেন না। কামিনী ফুল থেকেও কিন্তু ভীষণ সুন্দর গন্ধ বেরোয়, তাই এই গাছ লাগানোর পরেও কিন্তু আপনাকে সাবধান থাকতে হবে।
বাগান করুন তবে অবশ্যই সাবধানতা বজায় রেখে। সেক্ষেত্রে কার্বলিক এসিডের ব্যবহার করতে পারেন। সাপ আসবে বলে বাগান করবেন না আর বাগানে এত সুন্দর ফুলের গাছ রাখবেন না তা তো হয় না, কিন্তু কয়েকটা সাবধানতা মেনে চলুন বাগানকে সর্বদা পরিষ্কার রাখুন। গাছের গোড়ায় যেন কোনোভাবেই না ময়লা জমে থাকে।