Vastu: পিছু ছাড়বে না অশান্তি-অনটন, এই ৫ গাছ নেই তো বাড়িতে? থাকলে আজই সরান
বাস্তুশাস্ত্র নিয়ে ইদানিং বেশ চর্চা চলছে। অনেকেই এখন বাস্তুশাস্ত্র মেনে নিজের বসতবাড়ি তৈরি করছেন কংবা বাস্তুশাস্ত্রে উল্লিখিত নিয়ম মেনে টুকটাক পরিবর্তন করছেন। এর সুফলও পাচ্ছেন অনেকেই। আসলে বাস্তুশাস্ত্র মতে, অনেক জিনিসের মধ্যেই নানান গুণ থাকে, যেগুলি সংসারের জন্য কখনো শুভ কখনো আবার অশুভ প্রভাব ডেকে আনে। অনেক গাছের মধ্যেও এমন লক্ষ্মণ থাকে। বাস্তুশাস্ত্র বলে, এমন কয়েকটি গাছ রয়েছে যেগুলি সংসার থেকে দূরে রাখাই ভালো। এই গাছগুলির জেরে সংসারে নেমে আসতে পারে অশান্তি, অভাবের কালো ছায়া।
বনসাই– কৃত্রিম উপায়ে গাছের বৃদ্ধি রোধ করে খর্বকায় আকার দেওয়ার নাম বনসাই। এই বনসাই গাছগুলি দেখতে খুবই সুন্দর হলেও বাস্তুশাস্ত্র মতে, এই গাছ বাড়িতে রাখলে সংসারে অশান্তি ডেকে আনতে পারে। এই গাছ নেতিবাচক শক্তির প্রভাব বাড়ায়, পরিবারের সদস্যদের আর্থিক উন্নতিও রোধ করে বলে মনে করা হয়।
খেজুর গাছ– বাস্তুশাস্ত্র মতে, খেজুর গাছ বাড়িতে রাখলে অর্থ সঙ্কট অবশ্যম্ভাবী। দারিদ্র্যের প্রভাব পড়ার পাশাপাশি পরিবারের সদস্যদের স্বাস্থ্যেও কুপ্রভাব পড়ে।
বট এবং অশ্বত্থ গাছ– প্রাচীন এই গাছ সকলেই চেনেন। বট অশ্বত্থের ছায়া শরীর জুড়িয়ে দেয়। কিন্তু বাড়িতে বট অশ্বত্থ থাকা মানে তা দুর্ভাগ্যের চিহ্ন নিয়ে আসে। বাস্তুশাস্ত্র বলে, এই দুই গাছ সংসারে অশান্তি বয়ে নিয়ে আসে। দীর্ঘদিন ধরে মামলায় জর্জরিত হয়ে যায় পরিবার, বাড়িতে এই দুই গাছ থাকলে। বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, বসত ভিটের পূর্ব দিকে অশ্বত্থ এবং পশ্চিম দিকে বট গাছ লাগানো উচিত নয়।
কুল গাছ– কুল খেতে কে না ভালোবাসে? অনেকের বাড়িতে কুল গাছ থাকলেও বাস্তুশাস্ত্রে বলা হয়েছে, এই গাছ বাড়িতে থাকলে সেই বাড়িতে লক্ষ্মী থাকে না। অশুভ শক্তির প্রভাব পড়ে বাড়ির উপরে।
বাঁশ গাছ– গ্রামের দিকে এখনো অনেক জায়গাতেই চোখে পড়ে বাড়ির লাগোয়া বাঁশ ঝাড়। কিন্তু বাস্তুশাস্ত্র বলে, বাড়িতে বাঁশ গাছ থাকলে সংসারে নিত্য অশান্তি লেগে থাকে। এই গাছ নেতিবাচক শক্তি বৃদ্ধি করে।
Disclaimer: বিশেষজ্ঞদের পরামর্শ এবং মতামতের ভিত্তিতে লেখা হয়েছে প্রতিবেদনটি। ব্যক্তিবিশেষে এর ফল হতে পারে ভিন্ন।