ভুটানিদের দ্বারাই পূজিত হন বাংলার এই বাড়ির জাগ্রত কালী মা
উত্তরবঙ্গের ডুয়ার্সে ভুটানিরা পুজো করেন মেটেলি কালীবাড়ির কালীমাকে। ভুটানিরা এই পূজো পরিচালনা করেন বলেই এই কালী মায়ের প্রতিমাকেও তাদের মতন দেখতে খানিকটা ছাপ পাওয়া যায়। অর্থাৎ এই পুজোর এর মধ্যে হিন্দু এবং বৌদ্ধ সংস্কৃতির মেলবন্ধন খুঁজে পাওয়া যায়। যদিও এই মন্দিরের কিছুটা অংশ প্রায় ভগ্নপ্রায় কিন্তু তাহলেও নতুন করে মন্দির তৈরির কাজ শুরু হয়েছে।
এই মন্দিরের ইঁটের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে ইতিহাস কথা বলছে। ১৫০ তম বর্ষে এই পুরনো মন্দিরে ১৩৩০ সালের পুরনো খোদাই করা খাঁড়া রয়েছে। মাতৃমূর্তিও একেবারে অন্যরকম।
এই মন্দিরের ভিতরে কষ্টিপাথরের একটি কালী মূর্তি রয়েছে। প্রতিমা দেখতে একেবারে অন্যরকম। ৩২ কাঠা জমির উপরে অসাধারণ মন্দির নির্মিত। পুজোর সময় এই মন্দিরে দেশ-বিদেশ থেকে অনেক পর্যটক এর আগমন হয়। বিশ্বাস নিয়ে দেশ-বিদেশ থেকে তারা এখানে আসেন পুজো দিতে।