whatsapp channel

Business Idea: বাড়িতে বসে ছোট্ট ব্যবসার মাধ্যমেই হতে পারেন লাখপতি, পুঁজি লাগবে খুবই সামান্য

বর্তমানে মহিলাদের স্বনির্ভর হওয়ার ভীষণ প্রয়োজন আছে। পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে যদি বাড়িতে বসে কিছু রোজগার করতে পারেন, তাহলে তো মন্দ হয় না। মহিলাদের সব সময় বাড়ির বাইরে বেরিয়ে কোন…

Shreya Chatterjee

Shreya Chatterjee

Advertisements
Advertisements

বর্তমানে মহিলাদের স্বনির্ভর হওয়ার ভীষণ প্রয়োজন আছে। পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে যদি বাড়িতে বসে কিছু রোজগার করতে পারেন, তাহলে তো মন্দ হয় না। মহিলাদের সব সময় বাড়ির বাইরে বেরিয়ে কোন জায়গায় চাকরি করা সম্ভব হয় না, বাড়িতে ছোট বাচ্চাকে রেখে কিংবা অসুস্থ শ্বশুর-শাশুড়িকে রেখে কিভাবে তারা প্রতিদিন বাড়ির বাইরে বেরিয়ে রোজগার করবেন তাদের জন্য কিন্তু একটা ছোট্ট ব্যবসার কথা আমরা আজকে উল্লেখ করব।

Advertisements

আজকে আমাদের আলোচনার বিষয় বাড়িতে বসে ছোট্ট একটা কেকের ব্যবসা করে আপনি কিভাবে হাজার হাজার টাকা রোজগার করতে পারবেন। প্রথমেই আপনাকে যে কাজটি করতে হবে, খাবার ব্যবসা শুরু করার আগে একটি ফুড লাইসেন্স তৈরি করে নিতে হবে। বর্তমানে অনলাইনেও ফুড লাইসেন্স তৈরি করা যায়, তাই এটি আগে করে ফেলুন।

Advertisements

তারপরই একটা সুন্দর এবং আকর্ষণীয় নাম আপনাকে দিতে হবে। বর্তমানে ফেসবুকে একটা সুন্দর নাম দিয়ে একাউন্ট খুলে ফেলুন, যা আপনার পছন্দের নাম আপনার নাম দিয়ে খুলতে পারেন। কিংবা আপনার বাড়িতে থাকা খুদের সদস্যটির নাম দিয়েও খুলতে পারেন। যা ইচ্ছা যা শুনে কিন্তু একেবারে আপনার ক্রেতাদের মন ভালো হয়ে যাবে, এমন একটা সুন্দর নাম দিয়ে দিন।

Advertisements

Business Idea: বাড়িতে বসে ছোট্ট ব্যবসার মাধ্যমেই হতে পারেন লাখপতি, পুঁজি লাগবে খুবই সামান্য

Advertisements

প্রথমে একটা কেকের ব্যবসা শুরু করতে গেলে মোটামুটি কয়েকটা জিনিস আপনাকে কিনতে হয়। এছাড়াও যদি আরো ভালো কিছু ভাবে তৈরি করতে চান, তাহলে মোটামুটি ১০ থেকে ২০ হাজার টাকার মত পুঁজি নিয়ে আপনাকে নামতে হবে, আর বাড়িতে যদি কেনা কিছু উপকরণ থাকে, তাহলে তো কম এর মধ্যে হয়েই যাবে।

ব্যবসার খরচকে কয়েকটা ভাগে ভাগ করে নিতে পারেন। যেমন যন্ত্রপাতি অর্থাৎ মাইক্রোওয়েভেন এছাড়াও মিক্সার গ্রাইন্ডার, ওভেন তাছাড়াও আরেকটি হলো কাঁচামালের খরচ। অন্যটা হল বিজ্ঞাপনের খরচ এবং আরেকটি হল প্যাকেজিং এর খরচ, ইলেকট্রিকের বিলের খরচ এছাড়া ডেলিভারি চার্জ। কেকের দাম নির্ধারণ করার সময় এই সমস্ত খরচকে কিন্তু আপনার মাথায় রাখতে হবে, তারপরে যে জিনিসটি অবশ্যই মাথায় রাখবেন, সেটি হল আপনার সময় এবং শ্রম এর দামও কিন্তু ওই কেকের মধ্যেই ধরে নিতে হবে।

প্যাকেজিং এর দিকে অবশ্যই নজর দিতে হবে। প্রথম কথা যেহেতু খাবার জিনিস তাই হাইজিন মেনটেন করতে হবে, আর দ্বিতীয় কথা যেহেতু এই কেকের ওপরে সুন্দর কাজ করা থাকে, তাই ডেলিভারি দেওয়ার সময় যাতে কোনোভাবেই সে জিনিসটা খারাপ না হয়ে যায়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। কেকের সাইজের থেকে একটু বড় বাক্স কাগজের বাক্স অনায়াসে বাজারে কিনতে পাওয়া যায়,সেগুলো ব্যবহার করতে পারেন।

Business Idea: বাড়িতে বসে ছোট্ট ব্যবসার মাধ্যমেই হতে পারেন লাখপতি, পুঁজি লাগবে খুবই সামান্য

whatsapp logo
Advertisements
Shreya Chatterjee
Shreya Chatterjee

আমি শ্রেয়া চ্যাটার্জী। বর্তমানে Hoophaap-এর লেখিকা। লাইফস্টাইল এবং বিনোদনমূলক লেখা আপনাদের কাছে তুলে ধরি। অনলাইনের সুবাদে রান্নার রেসিপি, রূপচর্চা, কুকিং টিপস, বেড়ানোর জায়গার সন্ধান এগুলো যেমন জানা প্রয়োজন, ঠিক তেমনি মনোরঞ্জনের জন্য শর্টফিল্ম, সিরিজ এগুলোরও সমান গুরুত্ব। সমস্ত খবরকেই লেখার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। অনেক ধন্যবাদ সকলক