Extra Ration: নভেম্বরে অতিরিক্ত রেশন পাবেন রাজ্যের মানুষ, এই কার্ড থাকলেই বাম্পার সুবিধা
দেশে খাদ্যাভাব দূর করতে রেশন ব্যবস্থার সূচনা ঘটে স্বাধীনতার পরেই। আর রেশন কার্ড রয়েছে এমন প্রত্যেক ব্যক্তি মাসে মাসে সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট পরিমাণ খাদ্যশস্য পেয়ে থাকেন। কোনো কোনো নাগরিক কম দামে কিনতে পারেন রেশন, আবার কাউকে বিনামূল্যে রেশন দিয়ে থাকে সরকার। দেশের রেশন ব্যবস্থা চালু রাখতে বেশ কিছু অনুমোদিত দোকান থেকে এই রেশন প্রদান করা হয় গ্রাহকদের। লাইনে দাঁড়িয়ে কিংবা কার্ড জমা দিয়ে রেশনের সামগ্রী সংগ্রহ করতে হয় নাগরিকদের।
এক্ষেত্রে কার্ড অনুযায়ী নির্ধারিত খাদ্য সামগ্রী দেওয়া হয় স্থানীয় রেশন শপ থেকে। তবে সবার ক্ষেত্রে সমান খাদ্যদ্রব্য বণ্টন করা হয় না। কোন গ্রাহক কত পরিমানে খাদ্য শস্য পাবেন তা ঠিক হবে তাঁর রেশন কার্ডের উপর। তবে রেশন ব্যবস্থায় নাগরিকদের বাড়তি সুবিধা প্রদান করতে আরো বেশ কিছু অতিরিক্ত স্কিম নিয়ে আসা হয় মাঝেমধ্যেই। এবার উৎসবের মরশুমে রেশন গ্রাহকদের আরো অতিরিক্ত সুবিধা প্রদান করার সিদ্ধান্ত নিলো পশ্চিমবঙ্গের রাজ্য সরকার। নভেম্বরে রাজ্যবাসীকে অতিরিক্ত রেশন দেবে সরকার। তবে কার্ড অনুযায়ী এর পরিমাণ ভিন্ন। একনজরে দেখে নিন এই মাসে কোন কার্ড থেকে কত রেশন মিলবে।
AAY ক্যাটাগরির রেশন কার্ড থাকলে নভেম্বর মাসে পরিবার পিছু ২১ কেজি চাল এবং ১৪ কেজি গম পাওয়া যাবে। গম না নিলে সেক্ষেত্রে ১৩.৩ কেজি আটা পাওয়া যাবে। এছাড়াও নভেম্বরে PHH ও SPHH, এই দুই ক্যাটাগরির রেশন কার্ড থাকলে মাথাপিছু ৩ কেজি করে চাল এবং ২ কেজি করে গম দেওয়া হবে। গম না নিলে সেক্ষেত্রে মাথাপিছু ১.৯ কেজি আটা পাওয়া যাবে। এছাড়াও RKSY-I ক্যাটাগরির রেশন কার্ড থাকলে মাথাপিছু ২ কেজি করে চাল এবং ৩ কেজি করে গম পাওয়া যাবে নভেম্বর মাসে। পাশাপাশি RKSY-II ক্যাটাগরির রেশন কার্ড থাকলে এই নভেম্বরে মাথাপিছু ১ কেজি করে চাল এবং ১ কেজি করে গম পাওয়া যাবে।
এছাড়াও নভেম্বরে সিঙ্গুর স্পেশাল প্যাকেজের যোগ্য উপভোক্তাকে মাথাপিছু ১৬ কেজি করে চাল দেওয়া হবে। আয়লা স্পেশাল প্যাকেজের আওতায়ভুক্ত উপভোক্তাদের মাথাপিছু ১৬ কেজি করে চাল দেওয়া হবে। টোটো স্পেশাল প্যাকেজের আওতায় যারা রয়েছেন, তাদের মাথাপিছু ৮ কেজি চাল এবং ৩ কেজি গম দেওয়া হবে। চা বাগান স্পেশাল প্যাকেজের আওতাভূক্ত নাগরিকদের পরিবার পিছু ২১ কেজি করে চাল এবং ১৪ কেজি করে গম বা ১৩.৩ কেজি আটা দেওয়া হবে। পাহাড় স্পেশাল প্যাকেজের আওতায় যে সকল উপভোক্তারা আছেন, তারা AAY কার্ডের ভিত্তিতে রেশন সামগ্রী তো পাবেনই, সঙ্গে বাড়তি ৬ কেজি চাল এবং ৫ কেজি গম দেওয়া হবে তাদের। জঙ্গলমহল স্পেশাল প্যাকেজের আওতায় উপভোক্তাদের AAY থাকলে তারা বাড়তি ৮ কেজি চাল এবং ৩ কেজি গম পাবেন।